For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের মতোই দল ভাঙার কারিগর! সরযূর দলত্যাগে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

ঝাড়খণ্ডে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়েছেন দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা সরযু রায়। তারপরই তিনি বিজেপির সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়েছেন দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা সরযু রায়। তারপরই তিনি বিজেপির সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন। নিজে দাঁড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর এই সকল পদক্ষেপ দেখে বাংলার মুকুল রায়ের সঙ্গে তাঁকে তুলনা করতে শুরু করেছেন রাজনৈতিক মহলের একাংশ।

মুকুলের মতোই সরযূ

মুকুলের মতোই সরযূ

রাজনৈতিক মহলের ধারণা বাংলায় শাসক দল ছেড়ে যেভাবে তৃণমূল ভাঙার খেলায় নেমেছেন মুকুল রায়, তেমনই সরযূ রায়ও ঝাড়খণ্ডে বিজেপিকে ভাঙবেন। ইতিমধ্যেই তিনি ইঙ্গিত দিয়েছেন বিজেপিকে তছনছ করে দেওয়ার। বেশ কিছু বিজেপি নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁরা বিজেপি ছাড়তে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

বিজেপিও ভোটের মুখে ভাঙন-আতঙ্কে ভুগছে। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মোদী-শাহরা। আসন্ন বিধানসভা নির্বাচনে যখন শরিকরা সঙ্গ ছেড়েছে, একইসঙ্গে বিজেপির অন্দরেও ভাঙন লেগে গিয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই নানা আশঙ্কার কথা ঘুরে ফিরে আসছে গেরুয়া শিবিরে। নির্বাচনের মুখে বিজেপি ত্রস্ত।

মুখ্যমন্ত্রীকে নিশানা মুকুলের মতোই

মুখ্যমন্ত্রীকে নিশানা মুকুলের মতোই

সরযূ রায় দল ছেড়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। এ রাজ্যে মুকুল রায় যেমন মমতাকে নিশানা করতে শুরু করেছিলেন, একইভাবে সরযূ রায়ও মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে আক্রমণ করছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। বলেছেন একে একে সব ফাঁস করে ছাড়বেন তিনি।

মুকুলের মতো শাসকের নাড়ি-নক্ষত্র চেনেন

মুকুলের মতো শাসকের নাড়ি-নক্ষত্র চেনেন

ঝাড়খণ্ডের এই প্রবীণ নেতা রাজ্য বিজেপির নাড়ি-নক্ষত্র চেনেন। এ রাজ্যে মুকুল রায় যেমন তৃণমূলের নাড়ি নক্ষত্র চিনতেন, তেমনই। মুকুল রায় যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে এ রাজ্যের শাসক দলকে বিপাকে ফেলে দিয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনে। রাজনৈতিক মহল মনে করছে সরযূ রায়ও একইভাবে ঝাড়খণ্ডে বিজেপিকে বিপাকে ফেলতে পারেন।

মুকুলের ক্যারিশ্মা সরযূরও

মুকুলের ক্যারিশ্মা সরযূরও

গত লোকসভা নির্বাচনে মুকুল রায়ের ক্যারিশ্মায় ধরাশায়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুলের প্যাঁচে ধস নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। তেমনই বাংলার তৃণমূলের মতো ঝাড়খণ্ডে বিজেপিকে সরয়ূ রায়ের ক্ষুরধার মস্তিষ্ক বিপাকে ফেলতে পারে, এমনই আশঙ্কা কুরে কুরে খাচ্ছে গেরুয়া শিবিরে।

ভয় পাচ্ছে বিজেপিও

ভয় পাচ্ছে বিজেপিও

বিজেপি এখন ভয় পেতে শুরু করেছে সরযূ রায়কে। তাঁর বিজেপি ত্যাগ বুমেরাং হতে পারে এমনই আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ সরযূ রায় শুধু একজন মন্ত্রী-বিধায়ক নন, তিনি একজন দক্ষ সংগঠক। তাঁর বিজেপি ত্যাগে রাজ্য সংগঠনে ব্যাপক প্রভাব পড়তে পারে।

একটা-একটা করে কীর্তি ফাঁস

একটা-একটা করে কীর্তি ফাঁস

তিনি জানিয়েছেন, সরকারের অনিয়মের একটার পর একটা কীর্তি ফাঁস করব। মাত্র ৫ শতাংশ দুর্নীতির কথা প্রকাশ করেছি। এখনও ৯৫ শতাংশ কথাই বাকি রয়েছে। একে একে সেইসব প্রকাশ করে ছাড়ব। মুকুল রায়ের মতোই তিনি হুঁশিয়ারি দিলেন।

সরযূ রায়ের ট্র্যাক রেকর্ড

সরযূ রায়ের ট্র্যাক রেকর্ড

বিজেপির শীর্ষ নেতৃ্ত্ব মনে করছে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে সরযূ রায়ের বিরোধিতার ফল এবার ভুগতে হবে। বিজেপি এবার সরযূ রায়ের বিস্ফোরক বয়ান নিয়ে ত্রস্ত। আশঙ্কা করছে খারাপ ফলেরও। তাঁর বিরুদ্ধে একটা কথা চালুই আছে তিনি তিনজন মুখ্যমন্ত্রীকে জেলের দরজা দেখিয়েছেন। এবার নিজের দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

 বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী! নির্বাচনের মুখে ভাঙন-আতঙ্কে কাঁপছে গেরুয়া শিবির বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী! নির্বাচনের মুখে ভাঙন-আতঙ্কে কাঁপছে গেরুয়া শিবির

English summary
Saryu Rai can be danger for BJP as Mukul Roy became for TMC. Saryu leaves BJP and be candidate against CM Raghubar Das,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X