For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SARS-CoV-2 RNA: নর্দমার জলেও মিলল করোনা! Alert করল স্বাস্থ্যমন্ত্রক

করোনা নিয়ে উদ্বেগ বেড়েছে আগেই! আর এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। SARS-CoV-2 অর্থাৎ করোনা ভাইরাসের RNA মিলেছে নর্দমার জলে। দিল্লি এবং মুম্বইতে নর্দমার জলের নমুনাতে ভাইরাসের R

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে উদ্বেগ বেড়েছে আগেই! আর এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। SARS-CoV-2 অর্থাৎ করোনা ভাইরাসের RNA মিলেছে নর্দমার জলে। দিল্লি এবং মুম্বইতে নর্দমার জলের নমুনাতে ভাইরাসের RNA মিলেছে বলে দাবি করেছেন তিনি।

Alert করল স্বাস্থ্যমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, করোনা নিয়ে অত্যন্ত সচেতন কেন্দ্র। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে শুধু মানুষের উপরেই নজরদারি চালানো হচ্ছে না। পরিবেশের উপরেও নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মনসুখ মান্ডব্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যাতে তাঁরা মাস্ক পড়েন। ভিড়ের মধ্যে যাতে না যান সেই বার্তাও দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। পাশাপাশি সচেতন থাকার কথাও বলছেন তিনি।

চিন সহ বিশ্বের একাধিক দেশে করোনার বাড়বাড়ন্তের পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্যের সঙ্গে দফায় দফায় বৈঠক সারছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকি আগামী মঙ্গলবার দেশজুড়ে বিশেষ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

হঠাত করোনার ঢেউ আছড়ে পড়লে কীভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি? কতটা প্রস্তুত দেশের হাসপাতালগুলি? আর তা দেখতেই বিশেষ এই মহড়া বলে খবর। অন্যদিকে স্বাস্থ্য বিশেজংদের সঙ্গে বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে পর্যালোচনা করেছেন তিনি।

আর এরপরেই সমস্ত রাজ্যগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, ভ্যান্টিলেটর সহ একাধিক বিষয় দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের মানুষকে মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলার নির্দেশ দেন তিনি। পাশাপাশি টেস্টিং এবং বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জোর দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

করোনা নিয়ে যখন সর্বস্তরে একটা সতর্কতা সেখানে এবার দিল্লি এবং নর্দমার জলেও মিলন করোনার ভাইরাস। আর তা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য কর্তাদের। শুধু তাই নয়, এই বিষয়ে বিশেষ ভাবে অ্যালার্ট থাকার কথাও বলছে স্বাস্থ্যমন্ত্রক। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা সামনে আসার পরেই এই দুই শহরে করোনা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। নমুনা পরীক্ষার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

English summary
Sars cov 2 virus RNA found in sewage, health minister told ANI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X