For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকদের ভবিষ্যৎ কী! আলোচনায় বসছে অসম সরকার

জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল খুব শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক করতে চলেছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল খুব শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক করতে চলেছেন বলে জানা গিয়েছে। যে সমস্ত মানুষের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের আগামী দিনে ভবিষ্যত কী হবে তাই নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী জুলাই মাসে। এমনটাই বিরোধীদল সিপিএম সূত্রে জানা গিয়েছে।

এনআরসি তালিকা থেকে বাদ যাওয়া মানুষের ভবিষ্যৎ কী!

সিপিএমের একটি দল অসমের মুখ্যমন্ত্রী সোনোয়ালের সঙ্গে গিয়ে দেখা করে। এনআরসি নিয়ে তাঁকে একটি স্মারকলিপি দেয়। তারপরই তাদের দাবি, অসমের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জুলাই মাসের শেষে রিপোর্ট জমা হওয়ার কথা আছে। যার ভিত্তিতে সিদ্ধান্ত হবে এনআরসি নিয়ে। তার আগে তিনি সর্বদলীয় বৈঠক করবেন। এবং বিরোধী দলগুলোর পরামর্শ নেবেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের বৈঠকের কথা স্বীকার করা হয়েছে। তবে কবে এই বৈঠক হবে সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সিপিএমের তরফে ৩১ জুলাইয়ের অনেক আগেই এই বৈঠক করার দাবি করা হয়েছে। প্রসঙ্গত ২০১৫ সালের মে মাসে জাতীয় নাগরিকপঞ্জী তৈরির কাজ শুরু হয়। সেইমতো এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে তালিকা তৈরি করে ফেলতে হবে।

এর আগে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তাতে অসমের ৩.২৯ কোটি অধিবাসীর মধ্যে নাম উঠেছিল ২.৮৯ কোটি মানুষের নাম ছিল। বাদ পড়েছিল ৪০ লক্ষের বেশি নাম। যা নিয়ে সারা দেশে হৈ চৈ পড়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা বাড়িয়ে ফের একবার নাগরিকপঞ্জী তৈরির কাজ চলছে। যে সময়সীমা আগামী ৩১ জুলাই শেষ হচ্ছে।

English summary
Sarbananda Sonowal to chair all party meeting soon on Assam NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X