For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, আরও ৭ মন্ত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা

বৃহস্পতিবার সম্প্রসারিত হচ্ছে অসম মন্ত্রিসভা। সূত্রের খবর অনুযায়ী রাজ্যপাল জগদীশ মুখী সাত মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সম্প্রসারিত হচ্ছে অসম মন্ত্রিসভা। সূত্রের খবর অনুযায়ী রাজ্যপাল জগদীশ মুখী সাত মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। যার মধ্যে বিজেপির থেকে থাকবেন ৫ জন এবং দুই আঞ্চলিক দল অসম গণ পরিষদ এবং বরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে ১ জন করে।

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, আরও ৭ মন্ত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা

১২৬ সদস্যের অসম বিধানসভায় মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ হতে পারে ১৯ জন। কিন্তু অসমে ক্ষমতায় আসার পর ২০১৬-র ২৪ মে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন ১১ জন মন্ত্রী। ১২৬ সদস্যের অসম বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ৬১, অগপ-র ১৪ জন সদস্য রয়েছে।

জানা গিয়েছে, অসম গণ পরিষদ এবং বিজেপি-র মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত না হওয়ায় এতদিন আটকে ছিল মন্ত্রিসভার সম্প্রসারণের কাজ। মন্ত্রিসভায় দুই আঞ্চলিক দলেরই দুজন করে সদস্য রয়েছেন। তারা আরও দুজন করে মন্ত্রীর দাবি করেছিল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ আটকে ছিল। মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তির ফলে কাজে আরও গতি আসবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, বরোল্যান্ড পিপলস ফ্রন্টের তরফে চন্দন ব্রহ্ম এবং অগপ-র তরফে ফণিভূষণ চৌধুরী প্রথমবারের জন্য মন্ত্রী হতে চলেছেন। বিজেপি-র তরফে গুয়াহাটি পূর্বের বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যও মন্ত্রী হতে চলেছেন বলে জানা গিয়েছে। সোনারির বিজেপি বিধায়ক তপন কুমার গগৈও মন্ত্রী হচ্ছেন।

English summary
Sarbananda Sonowal led ministry in Assam would be expanded on Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X