For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতাব্দীকে ফের তলব ইডি-র! সারদা মামলা ঘিরে শুভাপ্রসন্নর পর এবার তৃণমূল সাংসদের দিকে নজর

লোকসভা ভোটের পর এবার সারদা মামলা ঘিরে ক্রমই ফাঁস আরও শক্তপোক্ত করতে শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের পর এবার সারদা মামলা ঘিরে ক্রমই ফাঁস আরও শক্তপোক্ত করতে শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায়, এর আগে শুভাপ্রসন্নকে ইডির তলবের পর এবার তৃণমূল শিবিরের আরও এক নেত্রীকে ডেকে পাঠানো হল ইডির দফতরে। বীরভূমের সাংসদ শতাব্দীকে রায়কে এবার ফের তলব করা হল ইডির দফতরে নেপথ্যে রোজভ্যালি কাণ্ড।

 কোনপথে তদন্ত!

কোনপথে তদন্ত!

সিবিআই ও ইডি এবার জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে সারদা মামলার তদন্ত প্রক্রিয়া। এর আগে বিধাননগরের কমিশনারেটের একাধিক পদস্থ কর্তাকে জেরা করা হয়েছে দফার দফায়। তদন্তের স্বার্থে কলকাতার নগরপাল রাজীব কুমারকেও জেরা করতে পিছপা হয়নি সিবিআই। আর এমন প্রেক্ষাপটে এবার তলব করা হয়েছে শতাব্দী রায়কে।

শতাব্দীকে তলব

শতাব্দীকে তলব

সারদা কাণ্ডের সঙ্গে শতাব্দী রায়ের নাম জড়ানোর অন্য়তম কারণ , শতাব্দী ছিলেন সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর সেই সূত্রেই শতাব্দিকে ডেকে নিয়ে একপ্রস্থ জেরা করা হয়েছিল শতাব্দীকে। তবে তার আগে আরও এক প্রস্থ জেরা করা হয় তাঁকে।

দেবযানী-সুদীপ্ত মুখোমুখি বৈঠক

দেবযানী-সুদীপ্ত মুখোমুখি বৈঠক

জানা গিয়েছে, দেবযানী ও সুদীপ্ত সেনকে বসিয়েও জেরা করা হবে বলে সিবিআই সূত্রে। এই মর্মে সিবিআইয়ের তরফে আর্জি জানানো হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানীকে একসঙ্গে বসিয়ে জেরা করার । শুক্কবরা সেই অনুমতি দেয় বারাসত স্পেশাল কোর্ট।

English summary
Sarada scam,TMC Birbhum MP Satabdi Roy summoned.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X