For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের অন্তর্দ্বন্দ্ব রাস্তায়! রাহুল ঘনিষ্ঠ নেতাকে নিকম্মা বলে আক্রমণ সঞ্জয় নিরুপমের

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর সভায় মিলিন্দ দেওরার না যাওয়ার ঘটনা তুলে ধরে অনুপস্থিত কংগ্রেস নেতাকে নিকম্মা বলে আক্রমণ করলেন সঞ্জয় নিরুপম।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে। মহারাষ্ট্রে ভোট প্রচারের গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই প্রচারে অংশ নেননি, রাহুলের কাছের বলে পরিচিত মিলিন্দ দেওরা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা তুলে ধরে অনুপস্থিত কংগ্রেস নেতাকে নিকম্মা বলে আক্রমণ করলেন সঞ্জয় নিরুপম।

দলের অন্তর্দ্বন্দ্ব রাস্তায়! রাহুল ঘনিষ্ঠ নেতাকে নিকম্মা বলে আক্রমণ সঞ্জয় নিরুপমের

টুইটারে সঞ্জয় নিরুপম বলেছেন, রাহুল গান্ধীর প্রচারে যে তিনি থাকবেন না তা আগে থেকেই ঠিক ছিল। তাঁর এই কর্মসূচি সম্পর্কে রাহুল গান্ধীও অবগত ছিলেন বলে দাবি করেছেন সঞ্জয় নিরুপম।
মুম্বইয়ে রাহুলের প্রচার সভায় নিজের না থাকা নিয়ে জবাবও দিয়েছেন সঞ্জয় নিরুপম। যা নিয়ে কোন মানে খোঁজা অর্থহীন বলেও জানিয়েছেন তিনি। পারিবারিক অনুষ্ঠানে তিনি সারা দিন ব্যস্ত ছিলেন। এমন কী সেই ব্যস্ততা ছিল মধ্যরাত পর্যন্ত। দাবি করেছেন সঞ্জয়। এরপরেই তিনি নাম না করে বলেছেন কেন নিকম্মা অনুপস্থিত ছিলেন।

এবার জাতীয় নির্বাচনের আগে সঞ্জয় নিরুপমকে সরিয়ে মুম্বই কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মিলিন্দ দেওরাকে। ভোটে দল খুবই খারাপ ফল করে। এরপর দেওরাকেও সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

গত সপ্তাহে সঞ্জয় নিরুপম বলেছিলেন, এবারের মহারাষ্ট্র নির্বাচনে তিনি অংশ নেবেন না। আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে যত গণ্ডগোল। বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের প্রতি যথেষ্টই ক্ষুদ্ধ সঞ্জয় নিরুপম। তিনি বলেছিলেন মনে হচ্ছে কংগ্রেস তাঁর সেবা আর নিতে চায় না। তিনি বলেছিলেন, মুম্বইয়ের জন্য তিনি একটি মাত্র নাম সুপারিশ করেছিলেন। তাও তা বাতিল করে দেওয়া হয়েছে।

English summary
Sanjoy Nirupam criticises Milind Deora for his absence at Rahul Gandhi's rally in poll bound Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X