For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিন্দুত্বের তলোয়ার' ধারণ প্রসঙ্গে শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব তুঙ্গে! মুখ খুললেন সঞ্জয় রাউত

'হিন্দুত্বের তলোয়াল' ধারণ প্রসঙ্গে শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব তুঙ্গে! মুখ খুললেন সঞ্জয় রাউত

  • |
Google Oneindia Bengali News

হিন্দুত্বকে ইস্যু করে বিজেপি বনাম শিবসেনা সংঘাত চরমে উঠতে শুরু করেছে। দুই কট্টর দক্ষিণপন্থী দল সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ইস্যুতে একাধিক বক্তব্য রেখেছে। এবার শিবসেনার তরফে বক্তব্য রাখলেন শিবসেনার সঞ্জয় রাউত।

হিন্দুত্ববাদের তত্ত্বে শিবসেনা

হিন্দুত্ববাদের তত্ত্বে শিবসেনা

শিবসেনার তরফে এদিন সঞ্জয় রাউত জানিয়েছে, 'আমাদের কোনও হিন্দুত্ব সার্টিফিকেটের দরকার নেই। আমরা ছিলাম, আমরা আছি, আর সারাজীবনই হিন্দুত্ববাদী থাকব। আমরা ওদের মতো (বিজেপি) হিন্দুত্ব নিয়ে রাজনীতি করি না।'

 হিন্দুত্বের তলোয়ার ধরা নিয়ে সেনা বার্তা

হিন্দুত্বের তলোয়ার ধরা নিয়ে সেনা বার্তা

এদিন পারদ চড়িয়ে শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত বলেন, ' যখনই দেশের প্রয়োজন হবে, শিবসেনা এগিয়ে এসে হিন্দুত্বের তলোয়ার ধরে নেবে। ' এদিন এমনই বক্তব্য রেখে দক্ষিণপন্থা নিয়ে কার্যত বিজেপিকে টার্গেট করেন সঞ্জয় রাউত।

 হিন্দুত্ব সংঘাতের সাম্প্রতিক সূত্রপাত কোথা থেকে!

হিন্দুত্ব সংঘাতের সাম্প্রতিক সূত্রপাত কোথা থেকে!

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর মহারাষ্ট্রে সমস্ত ধর্মীয় স্থান খুলে দেওয়ার নির্দেশ দেয় শিবসেনার উদ্ধব সরকার। এরপরই বিজেপি দাবি করে, এটি হিন্দুত্বের জয়। সেই প্রেক্ষাপটে সঞ্জয় রাউত বলেন, 'এটা কারোর জয় নয় বা কারোর হার নয়। ' পাশাপাশি তিনি বলেন, মহারাষ্ট্রের ধর্মীয় স্থান বন্ধ ছিল মোদীর নির্দেশে (লকডাউন)।

মন্দির বন্ধের নির্দেশ মোদীর!

মন্দির বন্ধের নির্দেশ মোদীর!

সঞ্জয় রাউত এদিন বলেন, মোদীর নির্দেশ লকডাউন লাগু হয়েছে। আর সেই সময় থেকেই ধর্মীয় স্থান বন্ধ ছিল। ফলে বিজেপির এক্ষেত্রে আলাদা 'ক্রেডিট' নেওয়ার কোনও মানে হয় না!

ভোটের আগেই কি জেলে যাত্রা মুকুল রায়ের, ইডির নোটিশ নিয়ে শুরু জল্পনাভোটের আগেই কি জেলে যাত্রা মুকুল রায়ের, ইডির নোটিশ নিয়ে শুরু জল্পনা

English summary
Sanjay Raut says,Shiv Sena will always come forward wielding sword of Hindutava when country calls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X