For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ বার জন্ম নিতে হবে শরদ পাওয়ারের কথা বুঝতে, সেনা সাংসদের তাৎপর্যপূর্ণ মন্তব্য

এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার কী বলছেন তা বোঝার জন্য ১০০ বার জন্মাতে হবে। মঙ্গলবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এই ভাষাতেই এনসিপি প্রধানের মন্তব্যের ব্যাখ্যা করলেন।

  • |
Google Oneindia Bengali News

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার কী বলছেন তা বোঝার জন্য ১০০ বার জন্ম নিতে হবে। মঙ্গলবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এই ভাষাতেই এনসিপি প্রধানের মন্তব্যের ব্যাখ্যা করলেন। সোমবার জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে শরদ পাওয়ারের বিবৃতি শুনে শিবসেনা সাংসদ এই বার্তা দিলেন।

১০০ বার জন্ম নিতে হবে

১০০ বার জন্ম নিতে হবে

শিবসেনার সঙ্গে কংগ্রেস ও এনসিপি জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রশ্নে বৈঠক ছিল। শিবসেনা সাংসদ বলেন, বৈঠকের পর তিনি যা বলতে চেয়েছেন, তা বোঝার সাধ্যি কারও নেই। তাঁর কথা বুঝতে ১০০ বার জন্ম নিতে হবে। তাঁর এই ভাষ্যে এনসিপির ভূমিকা নিয়ে শিবসেনার অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে।

রাউতের মন্তব্য বিশেষ তাৎপর্পূর্ণ

রাউতের মন্তব্য বিশেষ তাৎপর্পূর্ণ

এক কিছুদিন আগেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন, পাওয়ার এবং আমাদের জোট নিয়ে চিন্তা করবেন না। খুব শীঘ্রই ডিসেম্বরের প্রথম দিকে মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসবে। এটি একটি স্থিতিশীল সরকার হবে। তারপর এনসিপি ও শারদ পাওয়ার সম্বন্ধে রাউতের এহেন মন্তব্য বিশেষ তাৎপর্পূর্ণ।

মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে

মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে

সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে সেনার কোনও সন্দেহ নেই। মিডিয়াই এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। পাওয়ার সম্পর্কে রাউত জানিয়েছেন, তিনি সোমবার রাতে এনসিপি প্রধানের সঙ্গে মহারাষ্ট্র কৃষকদের অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

মোদীর প্রশংসা পাওয়ার ও এনসিপিকে

মোদীর প্রশংসা পাওয়ার ও এনসিপিকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি পাওয়ারের প্রশংসা করেন, তবে তা ভুল নয় বলে ব্যাখ্যা সেনা সাংসদের। এর আগে মোদি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে পওয়ার তাঁর রাজনৈতিক 'গুরু'। সুতরাং, এটা কোনও রাজনৈতিক কথার মধ্যে পড়বে না। উল্লেখ্য, শিবসেনা এখন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরকার গঠনের জন্য কংগ্রেস ও এনসিপির হাত ধরার পক্ষপাতী।

মহারাষ্ট্রে বিজেপিকে জায়গা দেয় সেনা

মহারাষ্ট্রে বিজেপিকে জায়গা দেয় সেনা

রাউত বলেছিলেন, শিবসেনা এই মহারাষ্ট্রে বিজেপিকে জায়গা দিয়েছিল। তাদের আসন দিয়েছিল এবং সর্বদা তাদের থাকার ব্যবস্থা করেছিল। তবে, এখন সংসদে সেনা সাংসদের বসার জায়গা পরিবর্তন করেছে। সেনাকে বিরোধী শিবিরের দিকে ঠেলে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার খেসারত দিতে হবে বিজেপিকে।

English summary
Shiv Sena MP Sanjay Raut says need 100 times birth to understand NCP Chief Sharad Pawar’s speech. Sanjay Raut comments about Maharashtra government formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X