For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সঞ্জয় রাউত!

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের প্রবল দাবিদের হয়ে উঠেছএন সঞ্জয় রাউত। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। যদিও সঞ্জয় নিজে মুখে মুখ্যমন্ত্রী পদের জন্য দলের প্রধান উদ্ধব ঠাকরের নামই এখনও পর্যন্ত নিচ্ছেন।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের প্রবল দাবিদের হয়ে উঠেছএন সঞ্জয় রাউত। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। যদিও সঞ্জয় নিজে মুখে মুখ্যমন্ত্রী পদের জন্য দলের প্রধান উদ্ধব ঠাকরের নামই এখনও পর্যন্ত নিচ্ছেন। তবে সূত্রএর খবর ছেলেকে মুখ্যমন্ত্রী না করতে পারায় নিজেও সেই পদ গ্রহণ না করার কথা ভাবছেন উদ্ধাব ঠাকরে। প্রসঙ্গত ঠাকরে বাসভবনের চতুর্দিকে কয়েকদিন আগে পর্যন্ত আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে পস্টার লাগিয়েছিল সেনা শিবির। তবে এনসিপি-র সেই বিষয়ে আপত্তি থাকায় উঠে আসে উদ্ধবের নাম।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সঞ্জয় রাউত!

এদিকে বিজেপির সঙ্গ ছেড়ে এনসিপি-র সঙ্গে সেনার জোট গড়ার পিছনে মূল কারিগর ছিলেন এই সঞ্জয় রাউত। সেই জোট গড়ার পাশাপাশি সেনা মুখ্যমন্ত্রীর দাবিতে গলা ফাটানো থামাননি সঞ্জয়। এছাড়া সেনার তরফে বিজেপিকে তুলোধোনা করার মুখ হয়ে দাঁড়িয়েছেন সঞ্জয়। সেনার সঙ্গে এনসিপির জোটের প্রথম শর্তই ছিল এনডিএ থেকে শিবসেনার বিদায়। সেই বিদায়ঘণ্টা বাজানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সঞ্জয়।

শুক্রবার সকালেও বিজেপিকে তোপ দাগেন সঞ্জয়। বিজেপির সঙ্গে সন্ধি নিয়ে প্রশ্ন করা হতেই , সঞ্জয় রাউত সাফ জানিয়ে দেন , "প্রস্তাবের সময় পেরিয়ে গিয়েছে।" তিনি আরও বলেন, "এবার স্বয়ং ভগবান ইন্দ্রের সিংহাসনের জন্য প্রস্তাব এলেও আমরা আর বিজেপির সঙ্গে সরকার গঠনের দিকে এগিয়ে যাব না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের জন্য আমরা আর কোনও মতেই বিজেপির মুখাপেক্ষী হব না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবার উদ্ধব ঠাকরেই হতে চলেছেন।"

প্রসঙ্গত, কংগ্রেস, এনসিপি, শিবসেনার মিলিত জোটের নাম ' মহা বিকাশ আঘাড়ি' । আর এই জোটই এবার মহারাষ্ট্রে সরকার গঠনেক পথে এগিয়ে যাচ্ছে। আর এই জোটে সময়ান্তরে মুখ্যমন্ত্রী পরিবর্তনের কোনও প্রস্তাব হয়নি বলেও জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে এবার অপেক্ষা মিলিত জোটের সরকার গঠনের ঘোষণার। উল্লেখ্য, শিবসেনার রয়েছে ৫৬ জন বিধায়ক, এনসিপির ৫৪ জন বিধায়ক, ৪৪ জন বিধায়ক রয়েছেন কংগ্রেস থেকে।

সংসদ ব্যাস্ত রইল 'হনুমান' নিয়ে আলোচনা-বিতর্কে! বিজেপির হেমাকে সমর্থন জানিয়ে বক্তব্য তৃণমূলের সুদীপেরসংসদ ব্যাস্ত রইল 'হনুমান' নিয়ে আলোচনা-বিতর্কে! বিজেপির হেমাকে সমর্থন জানিয়ে বক্তব্য তৃণমূলের সুদীপের

'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', প্রতিরক্ষা প্যানেলে প্রজ্ঞা ঠাকুরের অন্তর্ভূক্তি নিয়ে তোপ কংগ্রেসের'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', প্রতিরক্ষা প্যানেলে প্রজ্ঞা ঠাকুরের অন্তর্ভূক্তি নিয়ে তোপ কংগ্রেসের

English summary
sanjay raut in contention for cm post in maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X