For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বাকি রাজ্য কি পাকিস্তান? শিবসেনার রোষানলে বিজেপি, বিহারে তুঙ্গে 'ভ্যাকসিন রাজনীতি'

Google Oneindia Bengali News

বিহারে ক্ষমতায় এলে বিনামূল্যে সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি করে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি। এই আবহেই পুরোনো শরিক শিবসেনার রোষানলে পড়েছে বিজেপি। বিজেপির প্রতিশ্কুতিকে কটাক্ষ করে শিবসেনা নেতা তথা 'সামনা'র সম্পাদক সঞ্জয় রাউত প্রশ্ন করেন, 'করোনা ভ্যাকসিন কি তবে শুধু বিহার পাবে? দেশের বাকি রাজ্য কি পাকিস্তান।'

বিজেপির এই প্রতিশ্রুতিকে নিম্নমানের রাজনীতি বলে কটাক্ষ

বিজেপির এই প্রতিশ্রুতিকে নিম্নমানের রাজনীতি বলে কটাক্ষ

এছাড়াও বিজেপির এই প্রতিশ্রুতিকে নিম্নমানের রাজনীতি বলেও কটাক্ষ করেন রাউত। তিনি দেশের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন। ভোট রাজনীতির খাতিরে রাজ্য ভিত্তিক বিভেদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলেন বিজেপি। করোনা ভাইরাসের টীকার উপর সবার সমান অধিকার রয়েছে বলে দাবি করেন সঞ্জয়।

যা বলেন সঞ্জয় রাউত

যা বলেন সঞ্জয় রাউত

এদিন সঞ্জয় রাউত বলেন, 'বিহার অবশ্যই করোনা ভাইরাস ভ্যআকসিন পাবে। আমি তার বিরোধিতা করছি না। তবে দেশের বাকি রাজ্য তো আর পাকিস্তান নয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এহেন রাজনীতি কেন? গোটা দেশই করোনা সংক্রমণে জর্জরিত। শুধু বিহারের উপর ত করোনার চোখ রাঙআনি নেই। সবারই করোনা ভ্যাকসিনের উপর সমান অধিকার রয়েছে।'

বিহারে বিজেপির ইস্তেহার

বিহারে বিজেপির ইস্তেহার

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে ২২ তারিখ নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে বিজেপি। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন নির্মলা সীতারমন। অনুষ্ঠানে ১৯ লক্ষ চাকরি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে জোট বেঁধে তারাই যে আরও পাঁচবছর ক্ষমতায় থাকবে, তা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি৷ তবে বিজেপির করোনা প্রতিশঅরুতি তোপের মুখে পড়েছে বিরোধীদের।

<strong>পুজোর মাঝেই সুখবর, করোনা টীকা আসছে শীঘ্রই! দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক</strong>পুজোর মাঝেই সুখবর, করোনা টীকা আসছে শীঘ্রই! দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক

{quiz_399}

English summary
Sanjay Raut bashes BJP over Covid Vaccine promise in Bihar before elections demanding equal rights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X