For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীতে ভরসা আছে, ম্যাজিকে বিশ্বাস নেই প্রাক্তনীর! দিলেন ঘুরে দাঁড়ানোর দাওয়াই

২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনালে হার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। শুধু মোদী ম্যাজিকের ভরসায় আর ক্ষমতায় ফেরা যাবে না বলে মনে করলেন বিজেপির বরিষ্ঠ নেতা সংঘপ্রিয় গৌতম।

Google Oneindia Bengali News

২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনালে হার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। শুধু মোদী ম্যাজিকের ভরসায় আর ক্ষমতায় ফেরা যাবে না বলে মনে করলেন বিজেপির বরিষ্ঠ নেতা সংঘপ্রিয় গৌতম। তিনি শুধু নেতৃত্বে বদলের দাবিই তুললেন না, প্রধানমন্ত্রী মোদীকেও দিলেন প্রয়োজনীয় পরামর্শ। তাঁর লেখা চিঠিতেই বিজেপির অন্দরে ঝড় উঠল।

মোদীতে ভরসা, ম্যাজিকে নয়

মোদীতে ভরসা, ম্যাজিকে নয়

অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন, নরেন্দ্র মোদী দলের সবথেকে প্রভাবশালী নেতা। তা সত্ত্বেও ২০১৯-এ মোদী হাওয়া বলে কিছু থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর মতে, ২০১৯-এ মোদী ম্যাজিক কাজ করবে না। দলের কর্মীরা এ জন্য চিন্তিত। দলের অন্দরেই ফিসফাস চলছে। তাই ঘুরে দাঁড়াতে এখন থেকেই পরিবর্তন আনা জরুরি।

বিজেপি কোণঠাসা, প্রশ্নে নীতি

বিজেপি কোণঠাসা, প্রশ্নে নীতি

সংঘপ্রিয় গৌতমের মতে, এখনই নির্বাচন হলে বিজেপি কোণঠাসা হয়ে যাবে। কেন্দ্রীয় নীতি এ জন্য দায়ী। কেন্দ্রের নীতির কারণেই বিজেপি একচ্ছত্র জয় পেয়েও পাঁচ বছরের মধ্যে কোণঠাসা হয়ে পড়ল। তিনি বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনাও করেন। তাঁর সমালোচনায় উঠে আসে পরিকল্পনা কমিশন থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ প্রভৃতি।

ঘুরে দাঁড়াতে জরুরি পরিবর্তন

ঘুরে দাঁড়াতে জরুরি পরিবর্তন

তিনি বলেন, এখনও সময় রয়েছে। বিজেপি ঘুরে দাঁড়াতে পারে। সে জন্য দলের নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন জরুরি। বিজেপির বরিষ্ঠ এই নেতা দাবি করেছেন এবার নীতীন গড়কড়ি, শিবরাজ সিং চৌহান, রাজনাথ সিংয়ের মতো নেতাদের সামনে আনতে হবে। তাঁদের আরও বড় দায়িত্ব দেওয়া দরকার। তাহলেই বিজেপি ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।

[আরও পড়ুন: বিজেপিতে বদলের দাবি তুললেন বরিষ্ঠ নেতা, কারা আসবেন নেতৃত্বে প্রকাশ চিঠিতে][আরও পড়ুন: বিজেপিতে বদলের দাবি তুললেন বরিষ্ঠ নেতা, কারা আসবেন নেতৃত্বে প্রকাশ চিঠিতে]

জেতার কৃতিত্ব, হারের দায় নয়

জেতার কৃতিত্ব, হারের দায় নয়

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হওয়ার পর নীতিন গড়কড়ি স্বয়ং হারের দায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, জেতার কৃতিত্ব নিলে, হারের দায়ও নিতে হবে। তাঁর ইঙ্গিত ছিল অমিত শাহের দিকে। উল্লেখ্য, তিন রাজ্যে হারের পর রাজ্য নেতৃত্বের তরফে দায় নেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই দায় নেয়নি। এর আগে বলা হয়েছে মোদী ম্যাজিকে জয়। হার হতেই দায় রাজ্য নেতৃত্বের, তা মানতে পারেনি এক শ্রেণি।

[আরও পড়ুন: মোদী না হলে দিদিই প্রধানমন্ত্রী! বিজেপি প্রজেক্ট করতে শুরু করেছে, কটাক্ষ সুজনের ][আরও পড়ুন: মোদী না হলে দিদিই প্রধানমন্ত্রী! বিজেপি প্রজেক্ট করতে শুরু করেছে, কটাক্ষ সুজনের ]

English summary
BJP’s veteran leader Sanghapriya Goutam wants Narendra Modi but not rely on his magic. He demands to change in leadership for 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X