For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সকলে উলঙ্গ', কুম্ভে যোগীর স্নান নিয়ে ঠাট্টা কংগ্রেস নেতা থারুরের

বিজেপির হিন্দুত্ববাদী ভাবাবেগকে আঘাত করার অভিযোগ উঠল কেরলের কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির হিন্দুত্ববাদী ভাবাবেগকে আঘাত করার অভিযোগ উঠল কেরলের কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে। কুম্ভে স্নান করতে গিয়েছেন এবছর কয়েক কোটি পূণ্যার্থী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গিয়েছেন স্নান করতে।

সকলে উলঙ্গ, কুম্ভে যোগীর স্নান নিয়ে ঠাট্টা কংগ্রেস নেতা থারুরের

তাঁরই একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করে তাতে টুইট করে শশী বিতর্ক বাড়িয়েছেন। স্নানরত যোগীর ছবির নিচে থারুর লিখেছেন, গঙ্গা পরিষ্কার করা প্রয়োজন, আবার পাপও ধুয়ে ফেলতে হবে একইসঙ্গে।

এই টুইট করার পরই বিজেপি একযোগে কংগ্রেস ও শশী থারুরকে আক্রমণ শানিয়েছে। উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেছেন, থারুরের উচিত গঙ্গায় পূণ্যস্নান করে আগে নিজের পাপ ধুয়ে ফেলতে।

বিজেপি আক্রমণ করে বলেছে, কীভাবে তিনি কুম্ভের মহত্ব বুঝবেন? যে পরিবেশে তিনি থাকেন, যে সংষ্কৃতিতে বড় হয়েছেন, তিনি এগুলি বুঝবেন না। তাই গঙ্গাস্নান করে শুদ্ধ হওয়ার চেষ্টা করুন।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই নিয়ে কেন কিছু বক্তব্য রাখেননি, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিজেপির অভিযোগ, রাহুলের প্রশ্রয় না থাকলে বারবার থারুর এভাবে বিতর্কিত মন্তব্য করতে পারেন না।

প্রসঙ্গত, কয়েকদিন আগে শোনা গিয়েছিন, কুম্ভ শেষ হওয়ার আগেই প্রিয়াঙ্কা গান্ধী গঙ্গায় পূন্যস্নান করে তারপরে লোকসভা নির্বাচনের প্রচারে নামবেন। যদি তাই হয় তাহলে কংগ্রেস দলও কুম্ভ ও হিন্দু ভাবাবেগকে গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে কেন শশীকে নিয়ে কংগ্রেস এখনও কোনও বক্তব্য রাখল না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

English summary
'Sangam mein sab nange hai', Shashi Tharoor's jibe at Yogi Adityanath made BJP angry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X