For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল সংযুক্ত কিষাণ মোর্চা

  • By
  • |
Google Oneindia Bengali News

সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি তৈরি করল। সেই কমিটিতে রয়েছেন যূধাবীর সিং, শিব কুমার কাক্কা, বলবীর রাজেওয়াল, অশোক ধাওয়ালে এবং গুরনাম সিং চৌধুরী।

কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি মোর্চার

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক প্রতিনিধিদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসতে চলেছে।

কেন্দ্র কৃষকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে আলাদাভাবে কিছু কৃষকের সঙ্গে যোগাযোগ করে একতা নষ্ট করতে চাইছে বলে কিষাণ মোর্চার অভিযোগ। ফলে নতুন কমিটি তৈরি করে কৃষকরা এগিয়ে থাকলেন। এরপরে কেন্দ্র কথা বলতে চাইলে এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রের সঙ্গে কথা বলবে। কেন্দ্রের সঙ্গে কথা হলে সেখানকার আলোচনার নির্যাস নিয়ে কৃষকদের নিজেদের মধ্যে কথা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত হবে।

কৃষকদের দাবি, যে তিনটি কৃষি আইন তুলে নেওয়া হয়েছে তা কৃষকদের পক্ষে বড় জয়। আগামিদিনে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লড়াই চলবে। এছাড়াও কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে তা তুলে নেওয়া এবং সাতশো কৃষকের মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চলবে।

English summary
Samyukta Kisan Morcha Forms Five Member Committee To Talk With Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X