For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোচনায় বসার 'শর্ত' দিল কৃষকরা! দাবি মেনে ফের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে কেন্দ্র?

Google Oneindia Bengali News

আন্দোলনারীদের হেনস্থা করা চলবে না। এবং অবিলম্বে ধৃত কৃষকদের মুক্তি দিতে হবে। এই শরিত মানলেই কেন্দ্রের সঙ্গে ফের আলোনচনার টেবিলে বসবেন কৃষকরা। আজ সংযুক্ত কৃষক মোর্চার তরফে এমনটাই জানানো হল। পাশাপাশি এদিন ফের একবার কৃষকদের তরফে হুঙ্কার দিয়ে জানিয়ে দেওয়া হয়, আইন না ফেরালে, তাঁরাও বাড়ি ফিরে যাবেন না।

হেল্প লাইন নম্বর চালু করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

হেল্প লাইন নম্বর চালু করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

এদিকে সাধারণতন্ত্র দিবসে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে শতাধিক নিখোঁজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সেই সঙ্গে তাঁদের খুঁজে বের করতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷ ১১২ টোল ফ্রি নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাত সেই ব্যক্তিকে খোঁজার কাজ শুরু করবে পাঞ্জাব প্রশাসন৷

৭০ জন আইনজীবীকে নিযুক্ত করেছেন অমরিন্দর সিং

৭০ জন আইনজীবীকে নিযুক্ত করেছেন অমরিন্দর সিং

অন্যদিকে, রাজধানীতে ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে যে সব কৃষকের উপর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ তাঁদের মামলা লড়তে এবং উপযুক্ত আইনি পরামর্শ দেওয়ার জন্যে নিজের তত্ত্বাবধানে ৭০ জন আইনজীবীকে নিযুক্ত করেছেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

কেন্দ্রের সঙ্গে আলোচনা

কেন্দ্রের সঙ্গে আলোচনা

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আরও জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিখোঁজদের খুঁজে বের করার বিষয়ে আলোচনা করবেন৷ পাশাপাশি তিনি নিজে নিখোঁজ ও মামলা চলা কৃষকদের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন৷

'আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে'

'আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে'

'আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে, যাঁরা দিল্লির সীমানায় নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন৷ আমি পঞ্জাবের বাসিন্দাদের কাছে আবেদন করব নিখোঁজ ব্য়ক্তিদের সম্পর্কে কোনও তথ্য থাকলে ১১২ নম্বরে ফোন করে জানান৷ আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে সবরকম চেষ্টা করব৷ আমরা সব তথ্য জোগাড়ের চেষ্টা করছি এবং সেইমতো তাঁদের খোঁজ করে ঘরে ফেরানোর চেষ্টা চলছে,' বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷

English summary
Samyukta Kisan Morcha, demanded the Centre to stop harassing farmers at the protest site
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X