For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অসীমানন্দ সহ বাকী তিন

হরিয়ানার বিশেষ আদালত সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় আরএসএস পন্থী স্বামী অসীমানন্দ সহ মোট চারজনকে বেকসুর খালাস করল।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার বিশেষ আদালত সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় আরএসএস পন্থী স্বামী অসীমানন্দ সহ মোট চারজনকে বেকসুর খালাস করল। ২০০৭ সালের এই ঘটনায় ৬৮ জনের মৃত্যু হয়েছিল।

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অসীমানন্দ সহ বাকী তিন

এনআইএ-র বিশেষ বিচারক জগদীপ সিং মামলা খারিজ করে দিয়েছেন। পাকিস্তান থেকে আসা ট্রেনে হরিয়ানার পানিপথে বিস্ফোরণ হয় ১৮ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে। দুটো কোচ পুরোপুরি দুমড়ে যায়। ৬৮ জনের প্রাণ যায় সেই ঘটনায়। প্রায় বেশিরভাগই পাকিস্তানি নাগরিক ছিলেন।

অসীমানন্দ ছাড়াও লোকেশ শর্মা, কমল চৌহান, রাজিন্দর চৌধুরীকে এদিন বেকসুর খালাস করা হয়েছে। যে হামলা চালিয়েছে তাদের অর্থ সহ সমস্ত সাহায্য দেওয়ার অভিযোগ ছিল এদের বিরুদ্ধে।

২০১০ সালে এনআইএ ঘটনার তদন্তভার হাতে নেয়। জানায়, অভিযুক্ত গুজরাতের অক্ষরধাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দির, বারাণসীর সঙ্কট মোচন মন্দিরে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তান থেকে আসা ট্রেনে হামলা চালিয়েছে বদলা নেওয়ার জন্য। তবে আদালত এদিন জানিয়েছে, এনআইএ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। সেজন্যই অসীমানন্দদের ছেড়ে দেওয়া হল।

English summary
Samjhauta Blast Case : Aseemanand, 3 Others acquitted as NIA fails to prove charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X