For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মার্ডার অফ ডেমোক্রাসি', মমতাকে 'তালিবান' আখ্যা দিয়ে তোপ বিজেপি-র

কাঁথি-তে অমিত শাহর জনসভা থেকে ফেরা বাস ও গাড়িতে হামলার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচাছোলা ভাষায় আক্রমণ করল বিজেপি।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

কাঁথি-তে অমিত শাহর জনসভা থেকে ফেরা বাস ও গাড়িতে হামলার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচাছোলা ভাষায় আক্রমণ করল বিজেপি। এক্কেবারে দিল্লি-তে সদর দফতরে জাতীয় সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের পর্দা ফাঁস করার দাবিও তোলেন বিজেপি-র মুখপাত্র সম্বিৎ পাত্র। তাঁর অভিযোগ, যে ভাবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতির সভায় হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি এই ঘটনায় চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সম্বিৎ।

তিনি সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্টতই জানিয়ে দেন, কাঁথির হিংসা-র এতটাই ভয়ানক ও আতঙ্কের যে তা জাতীয় সংবাদমাধ্যমের সামনে আনা উচিত ছিল। আর সেই কারণে তড়িঘড়ি এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বলেও দাবি করেন সম্বিৎ। বিজেপি-র মুখপাত্র হিসাবে তিনি পশ্চিমবঙ্গে গণতন্ত্র-কে হত্যার অভিযোগও তোলেন। এদিন মূল বারোটি পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণও করেন সম্বিৎ।

'প্রকাশ্যে হিংসা'

'প্রকাশ্যে হিংসা'

বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র জানান, যে ভাবে বিজেপি-র কর্মী-সমর্থকদের বাস ও গাড়িতে হামলা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে এই রাজ্য়ে গণতন্ত্র বলে কিছু নেই। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই দাঁড়িয়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। মহিলা কর্মী-সমর্থকদেরও ছাড়া হয়নি বলে অভিযোগ করেছেন সম্বিৎ। বাস থেকে নামিয়ে নামিয়ে বিজেপি-র কর্মী ও সমর্থকদের পেটানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।

'মার্ডার অফ ডেমোক্রাসি'

'মার্ডার অফ ডেমোক্রাসি'

কাঁথি হিংসা নিয়ে আক্রমণ শানাতে গিয়ে সম্বিৎ পাত্র পঞ্চায়েত নির্বাচনের বেনজির হিংসা প্রসঙ্গকেও টেনে আনেন। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট বলেছিল 'মার্ডার ইফ ডেমোক্রাসি', এদিন কাঁথি-তে অমিত শাহর সভার শেষে যা হয়েছে তাতে এই অ্যাখ্য়া সত্য বলেই প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের রাজত্ব বজায় রাখতে গণতন্ত্রকে খুন করেছেন বলেও অভিযোগ করেন সম্বিৎ। এভাবে বিজেপি দমানো যাবে না বলেও মন্তব্য করেন বিজেপি-র মুখপাত্র। সম্বিৎ জানান, বিজেপি গণতন্ত্রে আস্থা রাখা একটি দল। গণতান্ত্রিক পথেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরানো হবে বলেও দাবি করেন তিনি। এই ধরনের হিংসা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের অন্তিম সময় আসন্ন। এমন মন্তব্যও করেন সম্বিৎ।

'তালিবানি মমতা' বলে তোপ সম্বিৎ-এর

'তালিবানি মমতা' বলে তোপ সম্বিৎ-এর

সম্বিৎ পাত্র-র অভিযোগ টিএমসি মানে আর তৃণমূল কংগ্রেস নয়, এর মানে হল 'তালিবান মমতা'। পশ্চিমবঙ্গে রাজনৈতিক শাসনের নামে যা চলছে তাত তালিবান হিংসা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্বিৎ-এর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে বিভিন্ন রাজনৈতিক ঘটনা পরম্পরায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি তাঁর বিরুদ্ধে কোনও শক্তি-কে তৈরি হতে দেবেন না। এর জন্য তিনি এভাবে তালিবানি কায়দায় হিংসা করাচ্ছেন বলেও অভিযোগ করেন সম্বিৎ।

'গণতন্ত্র বিশ্বাসী এডিএম-কে কেন বদলি'

'গণতন্ত্র বিশ্বাসী এডিএম-কে কেন বদলি'

গণতন্ত্রে বিশ্বাস রেখেছিলেন এক অতিরিক্ত জেলাশাসক। তাঁর উপরে নির্দেশ থাকার সত্ত্বেও তিনি কাঁথিতে অমিত শাহ-র জনসভায় যাওয়া বাস বা গাড়িগুলো আটকাননি। এরজন্য তাঁকে বদলি করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ জাতীয় সংবাদমাধ্যমের সামনে করেছেন সম্বিৎ পাত্র। তাঁর দাবি এভাবে জনগণকে দমানো যাবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস রাখেন তাঁরা ঠিক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়াই দেবেন।

সিবিআই-কে 'না'

সিবিআই-কে 'না'

মমতা বন্দ্য়োপাধ্যায় সারাক্ষণ চক্রান্তের ভুত দেখেন বলেও অভিযোগ করেছেন সম্বিৎ পাত্র। তাঁর অভিযোগ, একটা অঙ্গরাজ্য হওয়ার সত্ত্বেও সেখানে সিবিআই-কে ঢুকতে দিতে চান না মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিবিআই কিছু করতে দেখলেই তিনি নানাভাবে আপত্তি তোলেন। তাঁর মনে হয় সিবিআই বোধহয় তাঁর বিরুদ্ধে কিছু করবে। এমন মন্তব্যও সাংবাদিক সম্মেলনে করেন সম্বিৎ।

সেনাবাহিনী-তেও 'না'

সেনাবাহিনী-তেও 'না'

এমনকী সেনাবাহিনী কাউকে কিছু প্রশিক্ষণ দিতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ভয় পান বলে দাবি করেছেন সম্বিৎ। বিজেপি সাংসদের অভিয়োগ, সেনাবাহিনী যদি কিছু করতে যায়, তাহলেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় নাকি তাতে বিদ্রোহের গন্ধ পান। তাঁর বিরুদ্ধে সেনা বিদ্রোহ করছে বলেও নাকি মমতা বন্দ্য়োপাধ্যায় মনে করেন। সাংবাদিক সম্মেলনে এই অভিযোগও করেন সম্বিৎ পাত্র।

'দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলেন'

'দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলেন'

বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র-র অভিযোগ, দেশের স্বার্থের কথা ভাবেন না মমতা বন্দ্য়োপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে কোনও কথা বললে সঙ্গে সঙ্গে তিনি বিরোধিতায় তৎপর হন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দেশে সন্ত্রাসের সম্ভাবনাকে বাড়িয়ে দেন বলেও অভিযোগ করেছেন সম্বিৎ।

'গণতন্ত্রে বিশ্বাসী দল বিজেপি'

'গণতন্ত্রে বিশ্বাসী দল বিজেপি'

সম্বিৎ দাবি করেন বিজেপি একটি গণতান্ত্রিক দল এবং এখানে সকলের মতামতের গুরুত্ব আছে। কোনও ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে এই দল নয়। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্যায় এমন গণতন্ত্রে বিশ্বাসী নন। তাই তিনি গণতন্ত্রের কন্ঠরোধ করতে তৎপর। বিজেপি-কে এতে ভয় পাওয়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন:কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের][আরও পড়ুন:কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের]

মহাজোটের নেতারা কোথায়?'

মহাজোটের নেতারা কোথায়?'

মোদী ও বিজেপি বিরোধী স্লোগান তুলে যারা মহাজোটের মঞ্চে হাত মিলিয়েছিলেন, তাঁরা আজ কোথায়? সাংবাদিক সম্মেলন থেকে এই প্রশ্নও ছুঁড়ে দেন সম্বিৎ। তাঁর অভিযোগ, মমতা এবং তাঁর সহযোগী দলগুলি যদি কোনও কর্মসূচি নেয় তাতে কারোর আপত্তি থাকে না। কিন্তু বিজেপি কিছু করতে গেলেই নানা আপত্তি শুরু হয়। মহাজোটের মঞ্চে নেতারা হাতে হাত রেখে মানব বন্ধন করেন। এঁরা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করেন। কিন্তু, এরা এখন কোথায়? এরা কেন এখন মুখ খুলছেন না ? এই সব প্রশ্নও ছুঁড়ে দেন সম্বিৎ।

'মা-নাই, মাটি-নাই, সব অমানুষ'

'মা-নাই, মাটি-নাই, সব অমানুষ'

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের 'মা-মাটি-মানুষ'-এর স্লোগানকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন সম্বিৎ। তিনি অভিযোগ করেছেন 'মা-নাই, মাটি-নাই, সব অমানুষ'।

[আরও পড়ুন:কংগ্রেস হল থ্রিজি! কাঁথির সভা থেকে কটাক্ষ অমিত শাহের][আরও পড়ুন:কংগ্রেস হল থ্রিজি! কাঁথির সভা থেকে কটাক্ষ অমিত শাহের]

'সমাপ্ত হবে মমতা শাসন'

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শাসন-কে উপড়ে ফেলারও ডাক দিয়েছেন সম্বিৎ। তিনি বলেন পশ্চিমবঙ্গে থাকা এমন সরকারকে উপড়ে ফেলে দেওয়া উচিত। যা ঘটছে তা বলে দিচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের সময় আসন্ন। বিজেপি-র বেড়ে চলা জনপ্রিয়তা সহ্য করতে পারছেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই কারণে তাঁদের উপরে হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন সম্বিৎ। বিজেপি-র এই জনপ্রিয়তা লোকসভা নির্বাচনের আগে আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন তিনি। আর সেই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাস রাখা মানুষরাই মমতার সরকারের পতন ডেকে আনবে বলে দাবি করেন সম্বিৎ।

[আরও পড়ুন:কাঁথিতে বিজেপি-র সভা, হামলা! পাল্টা কর্মসূচি তৃণমূলের][আরও পড়ুন:কাঁথিতে বিজেপি-র সভা, হামলা! পাল্টা কর্মসূচি তৃণমূলের]

English summary
BJP attacks Mamata banerjee and her party over Contai violence. They warn that BJP will give them the proper answer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X