For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গঠনের আগেই 'ভাঙন'-এর সুর ফেডারেল ফ্রন্টে! মোদীর প্রস্তাবেই মত সমাজবাদী, টিআরএস-এর

গঠনের আগেই ভাঙনের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টে। লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভাগুলির নির্বাচন হওয়া উচিত কিনা, সেই প্রশ্নেই দেখা দিয়েছে বিরোধ।

  • |
Google Oneindia Bengali News

গঠনের আগেই ভাঙনের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টে। লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভাগুলির নির্বাচন হওয়া উচিত কিনা, সেই প্রশ্নেই দেখা দিয়েছে বিরোধ। একদিকে এসপি, টিআরএস যখন এই প্রস্তাবের সমর্থন করছে, ঠিক তখন বিরোধিতা করছে তৃণমূল, ডিএমকে, এআইএমআইএম, এআইইউডিএফ।

গঠনের আগেই ভাঙন-এর সুর ফেডারেল ফ্রন্টে! মোদীর প্রস্তাবেই মত সমাজবাদী, টিআরএস-এর

অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি এবং কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ল-কমিশনের লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করার প্রস্তাবে মত দিয়েছে। অন্যদিকে. ডিএমকে-র কার্যকরী সভাপতি এমকে স্ট্যালিন এই প্রস্তাবের পক্ষে মত দেওয়ার বিরোধিতা করেছেন।

শনিবার ল-কমিশন দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলিকে দুদিনের বৈঠকে ডেকেছিল শনিবার। সেখানে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভাগুলির নির্বাচন করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব বলেছেন, তারা একইসঙ্গে নির্বাচনের পক্ষে। তবে তা শুরু হওয়া উচিত ২০১৯ থেকে। তবে যদি নির্বাচিত প্রতিনিধিরা যদি দল পরিবর্তন করেন কিংবা ঘোড়া কেনাবেচায় যুক্ত থাকেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে রামগোপাল যাদব।

এসপি-র মতকে সমর্থন করেছে টিআরএস। ল কমিশনকে দেওয়া চিঠিতে টিআরএস জানিয়েছে, তারা লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একইসঙ্গে করার পক্ষে।

যদিও, ডিএমকে এবিষয়ে দ্বিমত পোষণ করেছে।

ডিএমকে-র কার্যকরী সভাপতি ল-কমিশনকে দেওয়া চিঠিতে বলেছেন, লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করার ডাক সংবিধানের মৌলিক তত্ত্বের পরিপন্থী।

এপ্রিলে ল-কমিশন জানিয়েছিল, ২০১৯-এ দুটি দফায় লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন সম্পন্ন করা যেতে পারে যদি বেশিরভাগ রাজ্য সংবিধানের দুটি ধারা সংশোধনে মত দেয়।

এনডিএ-র শরিক শিরোমনি অকালি দল এবং এআইএডিএমকে দুই ভোট একসঙ্গে করার পক্ষে।
আর অনেক আগে থেকেই বিজেপির তরফে লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা নিয় ল-কমিশনের প্রস্তাবের পক্ষে মত দেওয়া হয়েছে।

ডিএমকে ছাড়াও, এই প্রস্তাবের বিরোধিতা করেছে, তৃণমূল কংগ্রেস, হায়দরাবাদের এআইএমআইএম, অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং গোয়া ফরোয়ার্ড পার্টি।

English summary
Samajwadi Party and Telangana Rashtra Samity in favour of simultaneous elections, DMK opposes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X