For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেল থেকেই মনোনয়ন সপা প্রার্থী আজম খানের

জেল থেকেই মনোনয়ন সপা প্রার্থী আজম খানের

Google Oneindia Bengali News

জেল থেকেই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন দেবেন রামপুরের সাংসদ মহম্মদ আজম খান। তিনি এখন সীতাপুর সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেখান থেকেই তাঁর দলের হয়ে মনোনয়ন পেশ করলেন তিনি। জেলের মধ্যে থেকেই তাকে নির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে আদালত। জেল অফিসার আরএস যাদব এই প্রসঙ্গে আরও আলোকপাত করে বলেছেন, রিটার্নিং অফিসার এখানে এসে সমস্ত কথা বলে গিয়েছেন , উনি নির্বাচন লড়তে পারেন।

জেল থেকেই মনোনয়ন সপা প্রার্থী আজম খানের

এদিকে রামপুরে আজ তার নমিনেশন জমা দেওয়ার কথা। গত ২৩ মাস ধরে জেলে রয়েছেন আজম খান। ১০০ টির মতো কেস তাঁর নামে রামপুরের বিভিন্ন থানায় রয়েছে। কিছু কেস কোর্টেও উঠেছে। অনেক কেসেই তিনি বেল পেয়েও গিয়েছেন। তবে জওহর বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিয়ে কেসটি এখনও তাঁর বিরুদ্ধে। এই কেসটি রয়েছে আজিমনগর পুলিশ স্টেশনে। লখনৌয়ে তাঁর নামে আর একটি কেস রয়েছে। সপা তাঁকে এই অবস্থাতেই বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে। তাঁর ছেলেকেও টিকিট দিয়েছে সপা। রামপুরের সুয়ার আসন থেকে আব্দুল আজম লড়বেন সমাজবাদী পার্টির হয়ে।
বিশেষজ্ঞরা বলছে লড়াই জোরদার হতে চলেছে, কারণ রামপুর থেকে নবাব কাজিম কংগ্রেসের টিকিটে লড়বেন আজম খানের বিরুদ্ধে। তাঁর ছেলে হায়দার আলী খান আবার আপনা দলের টিকিটে যে বিজেপির শরিক দল তাদের হয়ে লড়বে আজম খানের ছেলে আব্দুল্লা আজমের বিরুদ্ধে। এরা লড়বেন সুয়ার আসন থেকে।

এদিকে সমাজবাদি পার্টি উত্তরপ্রদেশ ভোটের জন্য তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন ৩৬ জন। ২০১২ থেকে এই নিয়ে তৃতীয় বার অযোধ্য আসন থেকে সপার টিকিট পেলেন পবন পান্ডে। ২০১২ সালে সপার হয়ে এই অযোধ্যার আসন জিতে ইতিহাস গড়েছিলেন। তাই তাঁর উপরেই আবারও ভরসা রেখেছে তার দল। ঘটনা হল অখিলেশ ঘনিষ্ঠ পবন দলের ব্রাহ্মণ মুখদের মধ্যে অন্যতম। উত্তরপ্রদেশের ভোটে এই অঙ্ক ব্যাপকভাবে প্রভাব ফেলে, তাই তাকে আবারও ওই আসন থেকে লড়তে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাক্তন সপা সরকারের মন্ত্রী যিনি জেলে গিয়েছিলেন সেই গায়ত্রী প্রাসাদ প্রজাপতির স্ত্রী মহারাজি প্রজাপতিকে আমেঠি আসন থেকে টিকিট দিয়েছে। গত বছর নভেম্বর মাসে একটি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু এই গায়ত্রী ২০১২ সালে সপাকে আমেঠি আসন থেকে জিতিয়ে এনেছিলেন। ২০১৭ সালে বিজেপির কাছে হেরে যান। এবারে তাঁর স্ত্রী সেখান থেকেই দাঁড়াচ্ছেন ভোটে, যেটা তাঁর প্রথম নির্বাচন হতে চলেছে। সপার এই তালিকার আরও একটি চমক হল রাকেশ প্রতাপ সিং যিনি নাটকীয় ভাবে অক্টোবর মাসে বিধানসভা থেকে ইস্তফা দিয়ে দেন এই বলে যে, মানুষের হয়ে তিনি কাজ করতে পারছেন না, কারণ রাজ্য বিজেপি সরকার তাঁর প্রত্যেক কাজে বাধা দিচ্ছে। সেই রাকেশ প্রতাপ সিংকেই টিকিট দিয়েছে সপা।

English summary
Samajwadi Party MP Azam Khan Files Nomination From Jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X