For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অখিলেশ কো তাজ দিলায়েঙ্গে', করোনা বিধি উড়িয়ে বিয়ের আসরে উদ্যাম নাচ, সপা নেতার বিরুদ্ধে FIR

'অখিলেশ কো তাজ দিলায়েঙ্গে', করোনা বিধি উড়িয়ে বিয়ের আসরে উদ্যাম নাচ, সপা নেতার বিরুদ্ধে FIR

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে যখন করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে তখনই করোনা বিধি উড়িয়ে বিয়ে আসর বসল যোগীর শহর গোরক্ষপুরে। সমাজবাদী পার্টি নেতা শৈলেন্দ্র যাদবকে দেখা গেল নর্তকীর সঙ্গে উদ্যাম নাচতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সমাজবাদী পার্টি নেতার সেই নাচের ভিডিও। সেখানে দেখা গিয়েছে মাস্ক না পরেই বিয়ের মজলিসে মেতেছেন অতিথিরা।

করোনা বিধি উড়িয়ে বিয়ের আসরে উদ্যাম নাচ

করোনা গাইডলাই অমান্য করেই যোগীর শহর গোরক্ষপুরে বসেছিল বিয়ের আসর। সেখানে এলাহি আয়োজন করা হয়েছিল। বহু অতিথি সমাগম দেখা গিয়েছে। বসেছিল জলসাও। তাতে উদ্যাম নাচ নাচতে দেখা গিয়েছে সমাজবাদী পার্টি নেতা শৈলেন্দ্র যাদবকে। অখিলেশকো তাজ দিলায়েঙ্গের গানের সঙ্গে উদ্যাম নেচেছেন তিনি। তার সঙ্গে সমাজবাদ কা ঝাণ্ডা ইউপি মে ফির লেহেরায়েঙ্গে গানেও উদ্যোম নাচতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই সপা নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোরক্ষপুরের এসএসপি দীনেশ কুমার জানিয়েছেন,সপা নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি যাঁরা সেই বিয়ের অনুষ্ঠানে নাচ করেছে তাঁদেরও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হেনস্থা, হিংসা এবং দাঙ্গা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে মহামারী আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। কয়েকদিন আগেই এই নিয়ে আরএসএসের সঙ্গে বৈঠক তরেছেন নরেন্দ্র মোদী। যোগীর শাসন কায়েম রাখতে এবার আর কোনও কসুর করতে চাননা তারা। তাই আগে েথকেই সতর্ক বিজেপি। যদিও করোনা পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে যোগীর পয়েন্ট অনেকটাই কমেছে।

English summary
Samajwadi party leader ignore Corona guideline and dance in wedding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X