For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপা থাবা বসিয়েছে কংগ্রেস-বসপার মুসলিম ও দলিত ভোটে, ভোট বাড়িয়ে জয়ী বিজেপি

সপা থাবা বসিয়েছে কংগ্রেস-বসপার মুসলিম ও দলিত ভোটে, ভোট বাড়িয়ে জয়ী বিজেপি

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি গতবারের তুলনায় ভালো ফল করলেও, বিজেপির বিরুদ্ধে বাজিমাত করতে পারেনি। আসন সংখ্যা আড়াই গুণ বাড়ালেও প্রধান বিরোধী হয়েই থাকতে হচ্ছে তাদের। বিজেপির আসন সংখ্যা কমলেও তাঁদের হাতেই থাকছে উত্তরপ্রদেশের শাসনভার। সমাজবাদী পার্টি মুসলিম ও দলিত ভোটে ভাগ বসালেও শেষরক্ষা করতে পারল না। কারণ কংগ্রেস-বসপার ভোট ভাঙালেও বিজেপির ভোটে যে থাবা বসাতে পারেনি সমাজবাদী পার্টি, তা স্পষ্ট।

কংগ্রেস ও বিএসপির ভোটে থাবা সপার

কংগ্রেস ও বিএসপির ভোটে থাবা সপার

উত্তরপ্রদেশের যে সব জেলায় মুসলিম জনসংখ্যার আধিক্য রয়েছে এবং যেখানে তফশিলি জাতি ও উপজাতির আধিক্য রয়েছে, সেখানে ভোটপ্রাপ্তির নিরিখে শীর্ষে থেকেছে সমাজবাদী পার্টি। বিজেপিকে টেক্কা দিলেও, তাদের ভোট ভাঙাতে পারেনি আখিলেশের দল। বরং কংগ্রেস ও বিএসপির ভোটে থাবা বসেছে। তার ফলে সমাজবাদী পার্টি এইসব ক্ষেত্রে জয়ী হলেও বিজেপির আধিপত্য খর্ব করতে পারেনি।

বিজেপির দখলে থাকা ভোট অটুট

বিজেপির দখলে থাকা ভোট অটুট

মুসলিম ও দলিত অধ্যুষিত জেলাগুলিতে সুরক্ষিত থেকেছে সমাজবাদী পার্টি। প্রাপ্ত ভোট শতাংশের চিত্রে দেখা গিয়েছে সমাজবাদী পার্টি উপরেই রয়েছে। ভোট বৃদ্ধির নিরিথে তারা অনেক এগিয়ে। কিন্তু বিজেপিও ভোট বাড়িয়েছে কম হলেও। একেবারে কলানিতে পৌঁছে গিয়েছে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি। সমাজবাদী পার্টি অনেকটাই উন্নতি করেছে। ফলে তাদের আসন সংখ্যা বেড়েছে। কিন্তু বিজেপির দখলে থাকা জাঠ ভোটে তেমন ভাগ বসাতে পারেনি।

বিজেপির ভোটে থাবা বসাতে না পারেনি সপা

বিজেপির ভোটে থাবা বসাতে না পারেনি সপা

ভোট-চিত্রে দেখা যাচ্ছে বিজেপি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভোটের ভাগ ধরে রেখেছে। যা ক্ষতি হয়েছে বিএসপি এবং কংগ্রেসের। বিরোধী ভোটে ভাগ বসায় এক দিক থেকে সুবিধা হয়ে গিয়েছে বিজেপিরই। সমাজবাদী পার্টি আসন সংখ্যা বাড়াতে সমর্থ হলেও বিজেপির ভোটে থাবা বসাতে না পারেনি। তার ফলস্বরূপ আগের থেকে বেশি ভোট পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি।

মুসলিম অধ্যুষিত জেলায় ভোট সমীকরণ

মুসলিম অধ্যুষিত জেলায় ভোট সমীকরণ

মুসলিম অধ্যুষিত জেলায় দেখা যাচ্ছে সমাজবাদী পার্টি ভোট পেয়েছে ৪২.৫ শতাংশ। তাদের ভোট বেড়েছে ১৫.৫ শতাংশ। এবার বিজেপি পেয়েছে ৪০.৯ শতাংশ। তারাও ভোট বাড়িয়েছে ১.৩ শতাংশ। আর বিএসপি ভোট পেয়েছে ১২.৫ শতাংশ। তাদের ভোট কমেছে ৭.৯ শতাংশ। আর কংগ্রেস মাত্র ১ শতাংশ ভোট পেয়েছে। ভোট হারিয়েছে ৭.৭ শতাংশ।

দলিত অধ্যুষিত জেলায় ভোট সমীকরণ

দলিত অধ্যুষিত জেলায় ভোট সমীকরণ

তফশিলি জাতি ও তফশিলি উপজাতি অধ্যুষিত জেলায় দেখা যাচ্ছে সমাজবাদী পার্টি ভোট পেয়েছে ৩৬.১ শতাংশ। তাদের ভোট বেড়েছে ১৫ শতাংশ। এবার বিজেপি পেয়েছে ৪৪.৪ শতাংশ। তারাও ভোট বাড়িয়েছে ৩.২ শতাংশ। আর বিএসপি ভোট পেয়েছে ১২ শতাংশ। তাদের ভোট কমেছে ১২.১ শতাংশ। আর কংগ্রেস মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছে। ভোট হারিয়েছে ৩.৯ শতাংশ।

পিছিয়ে পড়া জেলায় ভোট সমীকরণ

পিছিয়ে পড়া জেলায় ভোট সমীকরণ

একইভাবে পিছিয়ে পড়া জেলায় সমাজবাদী পার্টি ভোট পেয়েছে ৩৭.৭ শতাংশ। তাদের ভোট বেড়েছে ১০ শতাংশ। এবার বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ। তারাও ভোট বাড়িয়েছে ৩.৭ শতাংশ। আর বিএসপি ভোট পেয়েছে ১১.৫ শতাংশ। তাদের ভোট কমেছে ১৩.৩ শতাংশ। আর কংগ্রেস মাত্র ৩.১ শতাংশ ভোট পেয়েছে। ভোট হারিয়েছে ১.২ শতাংশ।

যোগী-মোদীর ডবল ইঞ্জিনে ভর করে কি ২০২৪-র বৈতরণী পার হবে, কোন ইঙ্গিত দিচ্ছে উত্তর প্রদেশের ফলাফলযোগী-মোদীর ডবল ইঞ্জিনে ভর করে কি ২০২৪-র বৈতরণী পার হবে, কোন ইঙ্গিত দিচ্ছে উত্তর প্রদেশের ফলাফল

English summary
Samajwadi Party increases vote in Muslim and Dalit Area from Congress and BSP and BJP wins easily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X