For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'ঘাড়ধাক্কা'র পর যোগীরাজ্যেও মুখ থুবড়ে পড়ল বিজেপি! পঞ্চায়েত নির্বাচনে দাপট সপা'র

মমতার ঘাড়ধাক্কার পর যোগীরাজ্যেও মুখ থুবড়ে পড়ল বিজেপি! মোদীর আসনেও গোহারা

Google Oneindia Bengali News

বাংলার নির্বাচন মিটতে না মিটতেই উত্তরপ্রদেশ ঢাকে কাঠি পড়ে গেল। সমাজবাদী পার্টি দাবি তুলল, উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে তারা বিপুল জয় পেয়েছে। বিজেপি পর্যুদস্ত হয়েছে। সমাজবাদী পার্টি দাবি করেছে, তারা জেলা পঞ্চায়েতের অর্ধেকেরও বেশি পদে বিজয়ী হয়েছে। ২০২২-এর বিধানসভা নির্বাচনের এক বছর আগে সমাজবাদী পার্টির এই দাবি তাৎপর্যপূর্ণ।

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন

সমাজবাদী পার্টির অভিযোগ, তাদের প্রার্থীরা জয়যুক্ত হওয়া সত্ত্বেও প্রশাসন তাদের প্রার্থীদের শংসাপত্র হস্তান্তর করছে না। উত্তরপ্রদেশে ২৯ এপ্রিল চার ধাপে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পঞ্চায়েত সংস্থার চারটি স্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্রধান, ব্লক পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েত।

অযোধ্যা ও বারাণসীতে বিজেপির হার

অযোধ্যা ও বারাণসীতে বিজেপির হার

উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচন দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয় না। সমস্ত দল এবার প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রচার কেন্দ্রীয়ভাবে পরিচালনা করেছিল। এবার নির্বাচনী ফলে বিজেপি সামগ্রিকভাবে তালিকার শীর্ষে রয়েছে বলে জানা গেছে। তবে অযোধ্যা ও বারাণসীর মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে বিজেপি হোঁচট খেয়েছে।

অযোধ্যার ফল, বিজেপির ধাক্কা

অযোধ্যার ফল, বিজেপির ধাক্কা

বিজেপি অযোধ্যায় ৪০টি জেলা পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে। সমাজবাদী পার্টি অযোধ্যাতে ২৪টি আসন জিতেছে। বিজেপির রাম মন্দির নির্মাণ প্রকল্পটি গত বছর শুরু হওয়ার পর এই ফল ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। বহুজন সমাজ পার্টি পাঁচটি জেলা পঞ্চায়েতের আসনে জিতেছে।

মোদীর কেন্দ্রের ফল, বিজেপির হার

মোদীর কেন্দ্রের ফল, বিজেপির হার

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিজেপি ৪০টি জেলা পঞ্চায়েতের মধ্যে মাত্র সাতটি আসন জিততে সক্ষম হয়েছে। সমাজবাদী পার্টি বারাণসীর আসনগুলির মধ্যে ১৫টিতে জিতেছে। ৩০৫০টি জেলা পর্যায়ের পঞ্চায়েত ওয়ার্ড রয়েছে। বিজেপি দাবি করেছে, জেলা পঞ্চায়েতের জন্য দলের ৯১৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং ৫০০ জনেরও বেশি এগিয়ে রয়েছেন।

ময়নাপুরীতে ব্যর্থ বিজেপি, জয় সপা’র

ময়নাপুরীতে ব্যর্থ বিজেপি, জয় সপা’র

ময়নাপুরী জেলা পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টির উপর বিজেপি কোনও মনস্তাত্ত্বিক সুবিধা নিতে ব্যর্থ হয়। এখানে সমাজবাদী পার্টির প্রাণপুরুষ মুলায়ম সিং যাদবের ভাইঝি সন্ধ্যা যাদবকে দলে নিয়েও ফায়দা তুলতে পারেনি বিজেপি। সন্ধ্যা যাদব সমাজবাদী পার্টির প্রমোদ যাদবের কাছে পরাজিত হন।

বিরাট জয়ের দাবি আপেরও

বিরাট জয়ের দাবি আপেরও

বিজেপি এবং সমাজবাদী পার্টি ছাড়াও আম আদমি পার্টিও উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে বলে দাবি করেছে। দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, আপ-সমর্থিত ৭০ জন প্রার্থী জেলা পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, আপের ২০০ জনেরও বেশি সদস্য গ্রাম প্রধান পদ পেয়েছেন।

৭৫টি জেলাজুড়ে ৮২৫টিরও বেশি কেন্দ্রে ভোট

৭৫টি জেলাজুড়ে ৮২৫টিরও বেশি কেন্দ্রে ভোট

রবিবার সকালে উত্তরপ্রদেশের ৭৫টি জেলাজুড়ে ৮২৫টিরও বেশি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছিল। এখনও সমস্ত আসনের ফল রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেনি। মোট ৮.৬৯ লক্ষেরও বেশি পদে লড়াই হয়। এই পদগুলির মধ্যে ৭.৩২ লক্ষেরও বেশি আসন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডে, গ্রাম পঞ্চায়েতে ৫৮,১৭৬, ব্লক পঞ্চায়েতে ৭৫,৮৫২ এবং জেলা পঞ্চায়েতে ৩,০৫০টি আসন ছিল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বাদে ভোটাভুটি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বাদে ভোটাভুটি

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে ৩.১৯ লক্ষেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩.২৭ লক্ষেরও বেশি পঞ্চায়েত পদের জন্য ফলাফল ঘোষণা করতে ভোট গণনা করা হচ্ছে। বাকি পদগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে।

English summary
Samajwadi Party has claimed a big victory over the BJP in Uttar Pradesh panchayat polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X