For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপা-এর গুরুত্বপূর্ণ বৈঠকে নেই মুলায়ম, পিতা-পুত্র তরজা তুঙ্গে ?

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির শোচনীয় ভরাডুবির পর এবার বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের বৈঠকে দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে আমন্ত্রণ না করা নিয়ে দানা বাঁধল নয়া বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ১৬ মার্চ : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির শোচনীয় ভরাডুবির পর দলের আনাচে কানাচে থেকে অস্বস্তি আর ক্ষোভের ছবি বারবার উঠে আসছে । দলের নেতাদের মন্তব্য পাল্টা মন্তব্যে উঠছে বিতর্কও। এরই মধ্যে উত্তর প্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের বৈঠকে দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে আমন্ত্রণ না করা নিয়ে দানা বাঁধল নয়া বিতর্ক।

সূত্রের খবর অনুযায়ী ,লখনৌতে দলের সমস্ত বিধায়কদের নিতে বৃহস্পতিবারের বৈঠকে বসবে দলের নেতৃত্ব। দলের এইরকম এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুলায়ম সিং আমন্ত্রিত না হওয়ায়, তাঁর সঙ্গে ছেলে অখিলেশের দ্বন্দ্ব আরও একবার স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সপা-এর গুরুত্বপূর্ণ বৈঠকে নেই মুলায়ম, পিতা-পুত্র তরজা তুঙ্গে ?

জানা গিয়েছে লখনৌতে সমাজবাদী পার্টির দফতরে অখিলেশ যাদবের নেতৃত্বে চলবে এই বৈঠক। বৈঠকে দলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত , কিছুদিন আগেই নির্বাচনে সমাজবাদী পার্টির ভরাডুবি নিয়ে মন্তব্য করতে গিয়ে মুলায়ম সিং জানান, কংগ্রেসের সঙ্গে হাত মেলানোতেই এই হার হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে দলীয় কোন্দলে মুলায়মকে অপমানিত হতে হয় বলে উত্তর প্রদেশে তাঁদের দল খারাপ ফল করেছে বলেও জানান মুলায়ম। মূলত নিজের মন্তব্যে ছেলে অখিলেশের দিকেই আঙুল তোলেন মুলায়ম। তারপর বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে মুলায়মকে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত আরও উসকে দেয় পিতা পুত্র তরজাকে।

English summary
Samajwadi Party is likely to elect a new legislature party leader after the party’s poor show in Uttar Pradesh Assembly Elections 2017. Newly elected MLAs of the Samajwadi Party are likely to meet at the party office in Lucknow today to discuss the future course of action, as per the reports. SP supremo Mulayam Singh Yadav has not been invited to the meeting which has given indications that the war between the Akhilesh Yadav-led faction and Mulayam Singh-led faction hasn’t been resolved yet despite their efforts to make a truce between the warring factions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X