For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজবের জেরে বিহারে নুনের কিলো ১৫০ টাকা!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিহার
পাটনা, ১৫ নভেম্বর: গুজব ছড়াল। আর তার জেরেই বিহারে নুন বিক্রি হল ১৫০ টাকা কিলো দরে। রাজ্যের শাসকদল জেডি (ইউ) এই ঘটনায় বিরোধী দল বিজেপি-কে দায়ী করেছে। গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল থেকে হঠাৎ গুজব ছড়ায়, গুজরাত থেকে নুনের সরবরাহে বিঘ্ন ঘটতে চলেছে। খুব শীঘ্র বিহারের বাজারে নুন অমিল হয়ে যাবে। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ নুন কিনে জমাতে শুরু করে। মুজফফরপুর, দ্বারভাঙ্গা, বেগুসরাই, সহর্ষ, সমস্তিপুর, মধুবনী ইত্যাদি জায়গায় নুনের কিলো ১৫০ টাকায় গিয়ে দাঁড়ায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দু'পয়সা কামিয়ে নেয়। পাটনার সচিবালয়ে এই খবর পৌঁছতেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্তী নীতীশ কুমার। শুক্রবার সকাল পর্য়ন্ত অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে পাকড়াও করে।

এদিন রাজ্যের খাদ্য ও উপভোক্তা-বিষয়ক মন্ত্রী শ্যাম রজক অভিযোগ করেন, সরকারকে বিপাকে ফেলতে বিরোধী দল বিজেপি-ই এই গুজব রটিয়েছে। যদিও বিজেপি-র পাল্টা দাবি, তাদের ওপর দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছে তারা।

English summary
Salt sells for Rs 150 a kg in Bihar due to rumour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X