For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানিয়ার সমর্থনে মুখ খুললেন সলমন, কিরণ বেদী, বৃন্দা কারাত

Google Oneindia Bengali News

সানিয়ার সমর্থনে মুখ খুললেন সলমন, কিরণ বেদী, বৃন্দা কারাত
নয়াদিল্লি, ২৫ জুলাই: সানিয়া মির্জার সমর্থনে এবার এগিয়ে এলেন বিশিষ্টদের একাংশ। সানিয়াকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্য়াম্বাসাডার করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এক বিজেপি নেতা জানিয়ে দেন সানিয়া পাকিস্তানের পুত্রবধূ। অতএব তাঁর অধিরকার নেই তেলেঙ্গানার মুখ হওয়ার। আর তার কড়া জবাব দেন সানিয়া। জানিয়ে দেন তিনি ভারতীয়, আমৃত্যু তিনি ভারতীয়ই থাকবেন।

সানিয়াকে নিয়ে তৈরি হওয়ায় এই বিতর্কে সানিয়ারই পাশে দাঁড়িয়েছেন সলমন খান, কিরণ বেদী, বৃন্দা কারাতের মতো একাধিক জনপ্রিয় মুখ। সলমন সানিয়ার মানসিকতার প্রশংসা করে টুইটও করেছেন। তাঁর টুইটের সারমর্ম হল, 'বাহ সানিয়া তুমি দারুন কাজ করেছ। তোমার মানসিকতা ভাল লেগেছে। একেই বলে কড়া জবাব।'

প্রাক্তন আপিএস অফিসার কিরণ বেদীও সানিয়ার সমর্থনে জানিয়েছেন, যে নির্বাচিত প্রতিনিধিরা সানিয়াকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করা নিয়ে বিরোধিতা করছে তারা যে শুধু নিম্নমানের কথা বলছে তাই নয়, সবার সময়ও নষ্ট করছে। সানিয়া ভারতের মেয়ে। মেয়ে বিয়ে করে যেখানেই চলে যাক না কেন তার শিকড়টা বাপের বাড়িতেই থেকে যায়। ওর শিকড়টা ভারতেই আছে। যদি একজন পুরুষ বাইরের দেশের মেয়েকে বিয়ে করে তাহলে তাকে বহিরাগত বলা হয় না, শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন এই নিয়ম?

একই সুর সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের গলাতেও। শুধুমাত্র বিকৃত ও জটিল মনের মানুষরাই এধরণের কথা ভাবতে পারেন। এই ধরণের কথা কখনওই সমর্থযোগ্য নয়।

বৃহস্পতিবার সারাটা দিন সানিয়া ইস্যুতে উত্তাল ছিল দেশ। এই ঘটনায় যথেষ্ট ক্ষুণ্ণ সানিয়া নিজেও। নিজের দেওয়া একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আমার গায়ে যে বহিরাগতর তকমা লাগানোর প্রচেষ্টা করা হচ্ছে আমি তার বিরোধিতা করছি। আমি একজন ভারতীয়। আমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি ভারতীয়ই থাকব। একটা ছোট ঘটনা নিয়ে রাজনৈতিক নেতারা যেভাবে সময় নষ্ট করছে তা দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে।"

English summary
Salman Khan, Kiran Bedi, Brinda Karat come out in support of Sania Mirza
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X