For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষ্ণসার চোরা শিকার মামলায় সলমন খানকে স্বস্তি দিলেন যোধপুরের দায়রা আদালত

কৃষ্ণসার চোরা শিকার মামলায় সলমন খান স্বস্তি পেলেন

Google Oneindia Bengali News

বলিউড সুপারস্টার সলমন খান অস্ত্র আইন মামলায় ভুয়ো হলফনামা পেশ করেছেন, রাজ্য সরকারের এই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল রাজস্থানের যোধপুর জেলা ও দায়রা আদালত।

কৃষ্ণসার চোরা শিকার মামলায় সলমন খানকে স্বস্তি দিলেন যোধপুরের দায়রা আদালত


২০০৩ সালে ভুয়ো হলফনামা পেশের জন্য মঙ্গলবার যোধপুর দায়রা আদালতের কাছে ক্ষমা চেয়েছেন সলমন খান। এদিন যোধপুরের দায়রা আদালতে ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি ছিল। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করার কথা ছিল। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় যোধপুর দায়রা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হন সলমন খান। তাঁর আইনজীবী হস্তিমল সরস্বত আদালতকে জানিয়েছেন যে ২০০৩ সালের ৮ অগাস্ট ভুলবশত সলমন খান ওই হলফনামা পেশ করেন, যার জন্য অভিনেতা ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন। শুনানির সময় সরস্বত বলেন, '‌২০০৩ সালের ৮ অগাস্ট ভুলবশত হলফনামা পেশ করেন অভিনেতা, কারণ সলমন খান তখন ভুলে গিয়েছিলেন যে তাঁর লাইসেন্স সেই সময় পুর্নবীকরণের জন্য দেওয়া হয়েছিল আর সেই সময় তিনি খুবই ব্যস্ত ছিলেন। যদিও তিনি আদালতকে জানিয়েছিলেন যে তাঁর লাইসেন্স হারিয়ে গিয়েছে।’‌

যোধপুরের কনকানি গ্রামে কৃষ্ণসার হরিণ চোরা শিকারের কারণে ১৯৯৮ সালে গ্রেফতার হয়েছিলেন সলমন খান। সেই সময়, তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয় এবং তাঁকে তাঁর বন্দুকের লাইসেন্স জমা দিতে বলা হয়।

ধর্মঘটে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্নধর্মঘটে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

English summary
Rajasthan court gives some relief to Salman Khan in poaching case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X