For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সতর্ক হোন বেতনভোগ কর্মীরা, এইসব তথ্য না দিলে নিয়োগকর্তা কেটে নিতে পারে ২০ % কর

সতর্ক হোন, সব বেতনভোগ কর্মীরা। যদি আপনার বাৎসরিক আয় ২.৫ লক্ষ কিংবা তার বেশি হয় এবং আপনি যদি প্যান এবং আধার নিয়োগকর্তাকে না দেন, তাহলে আপনার মাইনে থেরে ২০ শতাংশ টাকা কাটা যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

সতর্ক হোন, সব বেতনভোগ কর্মীরা। যদি আপনার বাৎসরিক আয় ২.৫ লক্ষ কিংবা তার বেশি হয় এবং আপনি যদি প্যান এবং আধার নিয়োগকর্তাকে না দেন, তাহলে আপনার মাইনে থেরে ২০ শতাংশ টাকা কাটা যেতে পারে। আপনি ঠিকই পড়ছেন। সম্প্রতি আয়কর বিভাগের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সব নিয়োগকর্তাকে বলা হয়েছে, যদি কোনও কর্মী প্যান ও আধার নম্বর জমা না দেন, তাহলে ২০ শতাংশ টাকা যেন কর্মীর মাইনে থেকে কেটে নেওয়া হয়।

 ১৬ জানুয়ারি, ২০২০-র নির্দেশিকা

১৬ জানুয়ারি, ২০২০-র নির্দেশিকা

১৬ জানুয়ারি, ২০২০-র সিবিডিটির নির্দেশিকা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বছরে ২.৫ লক্ষ কিংবা তার বেশি আয় করেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। বলা হয়েছে আয়কর আইনের ২০৬-এএ ধারার কথা।

দিতে হবে আধার ও প্যান নম্বর

দিতে হবে আধার ও প্যান নম্বর

সিবিডিটির নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও কর্মী প্যান কিংবা আধার কার্ডের বিস্তারিত দিতে ব্যর্থ হন, তাহলে নিয়োগকর্তা টিডিএস কেটে নিতে বাধ্য থাকবে।

আয়কর বিভাগের নজরদারি

আয়কর বিভাগের নজরদারি

আয়কর বিভাগের তরফ থেকে টিডিএস দেওয়ার ক্ষেত্রে কড়া নজরদারির কথা জানানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে সংগৃহীত করের ৩৭ শতাংশই এই ধরনের মানুষদের কাছ থেকে আদায় করা হয়েছে।

English summary
Salaried Individuals may face tax cut from Employer if they fail to provide details of PAN, Aadhaar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X