ভূস্বর্গে বিজেপি বিরোধী গুপকার জোটে বড় ধাক্কা! বেরিয়ে গেলেন সাজাদ লোন
শরিকদের মধ্যে আস্থা ভঙ্গ হচ্ছে। এমনই অভিযোগ এনে জম্মু ও কাশ্মীরের বুকে গড়ে ওঠা গুপকার জোট ভেহে বেরিয়ে গেলেন সাজাদ লোন। আর এই ঘটনা ঘিরেই বূস্বর্গে বিজেপি বিরোধী জোটে বড়সড় ধাক্কা লাগল।

গুপকার জোটের প্রধান ফারুক আবদুল্লাহকে লেখা অক চিঠিতে সাজাদ লোন জানিয়েছেন, 'এভাবে থাকা মুশকিল, আর এমন একটা ভান করাও মুশকিল যে কিছুই হয়নি। বিশ্বাসযোগ্যতা ভেঙেছে শরিকদের মধ্যে। আর তা জোড়া লাগবে বলে মনে হচ্ছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার থেকে অধিকাংশ শরিকের মত আমরা এউই জোট থেকে ভদ্রস্থভাবে বেরিয়ে যাই।'
প্রসঙ্গত, কাশ্মীরের বুকে গুপকার জোট মূলত ৬ টি পার্টির একত্রিকরণ। যে পার্টিগুলি কাশ্মীরের বুকে তৈরি হওয়া স্থানীয় রাজনৈতিক শক্তি। গত ২০১৯ সলের ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরোধী হল এই শক্তি। আর নিজের চিঠিতে সাজাদ লোন স্পষ্ট করেন যে জোট থেকে তিনি বেরিয়ে গেলেও, বা তাঁর দল বেরিয়ে গেলেও ৫ অগাস্টের ঘটনা তাঁরা ভুলছেন না। ফলে তাঁদের লক্ষ্য এখনও আগের মতোই থাকবে বলে তিনি জানান।

শুভেন্দুর 'হুঁশিয়ারি' ফুৎকারে ওড়াল তৃণমূল! ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই মমতার নামে দেওয়ার লিখন শুরু