For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যোগীর বিজেপি থেকে পদত্যাগ করবেন দাবি সাইনির

২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যোগীর বিজেপি থেকে পদত্যাগ করবেন দাবি সাইনির

  • |
Google Oneindia Bengali News

তিনি বিজেপির চার-বারের বিধায়ক। ছিলেন যোগী সরকারের মন্ত্রীও, কিন্তু তারপর আশ্চর্য সমাপতন! বিজেপিতে থাকার প্রতিশ্রুতি দিয়েও হঠাৎ-ই দলত্যাগ করেছেন ধরম সিং সাইনি৷ তাঁর পদত্যাগের পর সাইনির সঙ্গে নিজের ছবি পোস্ট করে অখিলেশ যাদব টুইটারে লিখেছেন 'মেলা হবে'। প্রসঙ্গত বঙ্গ-বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছিল৷

২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যোগীর বিজেপি থেকে পদত্যাগ করবেন দাবি সাইনির

তবে পদত্যাগ করেই ক্ষান্ত হননি সাইনি! এরপর সংবাদমাধ্যমকে বিজেপির প্রাক্তনমন্ত্রী জানিয়েছেন তিনিই শেষ নন আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন করে নেতা বিজেপি ছাড়বেন৷ এবং কাকতালীয়ভাবে সাইনির বক্তব্য সংবাদমাধ্যমে আসার কিছুক্ষণের মধ্যেই দল ছাড়েন বিজেপির আর এক দলিত নেতা মুকেশ ভার্মা। এই নিয়ে শেষ তিনদিনে তিনজন মন্ত্রী সহ মোট চারজন বড়মাপের নেতা ইউপি বিজেপি ছাড়লেন৷

এই তালিকায় সবচেয়ে বড় নাম স্বামী প্রসাদ মৌর্য। যিনি সবার প্রথমে বিজেপি থেকে পদত্যাগ করেন। এবং তিনি বলেছিলেন তাঁর পর অনেকেই বিজেপি ছাড়বেন। সে সময় অনেকেই বলেছিলেন মৌর্যর পরেই দল ছাড়বেন সাইনি। যদিও পুরো বিষয়টিকে সে সময় মিথ্যে বলে সাইনি বলেন, স্বামী প্রসাদ মৌর্যের তালিকায় আমার নাম ভুলভাবে দেওয়া হয়েছে। যা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে! এ বিষয়ে আমার কোন ধারণা নেই না। আমি বিজেপিতে আছি এবং থাকব। আমি দল ছাড়ছি না।

এরপর সংবাদমাধ্যমের পক্ষ থেকে সাইনিকে জিজ্ঞেস করা হয় তিনি কেন বিজেপি ছাড়লেন? উত্তরে তিনি বলেন, আমার যা বলার ছিল তা শোনার জন্য দলে কেউ ছিল না। এমন একটি সময় ছিল যখন ১৪০ জন বিধায়ক ধর্নায় বসেছিলেন এবং তাদের হুমকি দেওয়া হয়েছিল। তখনই সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে সময়মতো প্রতিক্রিয়া হবে। তিনি সপাতে যোগ দেবেন কিনা এই প্রশ্নের জবাবে ধরম সিং সাইনি বলেন, আগামীকাল আরও আলোচনা হবে। ধরম সিং সাইনি উত্তর প্রদেশ সরকারের রাজ্য মন্ত্রী (স্বাধীন দায়িত্ব), আয়ুশ, খাদ্য নিরাপত্তা ও ওষুধ মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার পদত্যাগের সময় সময়, সাইনি বলেন দলিত, বেকার যুবক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি প্রচন্ড অবহেলায় তাঁকে তাঁর এই সিদ্ধান্তের দিকে পরিচালিত করেছে৷

English summary
Saini claims that atleast one leader will resign from UP BJP every day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X