For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৃহযুদ্ধে পরিণত করোনা ভ্যাকসিন প্রতিযোগিতা? সিরাম বনাম বায়োটেক সংঘাত ঘিরে জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

অনুমোদিত করোনা ভ্যাকসিন কতটা সুরক্ষিত? এই প্রশ্ন সবার মনেই ঘুরছে। এই অবস্থায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে সরকারি অনুমোদন দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। এই অবস্থায় একটি সাক্ষাৎকার দেওযার সময় সিরামের কর্ণধার আদার পুনাওয়ালা বলেছিলেন, বিশ্বে তিনটি করোনা ভ্যাকসিন কাজ করার প্রমাণ দিতে পেরেছে, বাকি সব ভ্যাকসিন 'জলের মতো সুরক্ষিত'। আদার পুনাওয়ালার এই মন্তব্যের জেরেই রীতিমতো কর্পোরেট যুদ্ধ বাঁধার পরিস্থিতি তৈরি হয়।

ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে

ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে

ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে৷ তৃতীয় দফার ট্রায়াল ছাড়াই ভারতে কোভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল৷ তাদের বক্তব্য, ঝুঁকি নিয়ে কোভ্যাকসিনকে দেশে ছাড় দিয়েছে সরকার৷ এবার যাবতীয় সমালোচনার উত্তর দিতে বায়োটেক চেয়ারম্যান কৃষ্ণ এল্লাও 'জলের মতো সুরক্ষিত' উক্তি নিয়ে সরব হয়েছিলেন। তবে এবার এই সংঘআত মেটাতে এগিয়ে এলেন আদার পুনাওয়ালাই। জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আদার দুই সংস্থার শীর্ষ কর্তারা যৌথ বিবৃতি দেবেন টিকা নিয়ে।

রীতিমতো চড়া মেজাজে ভারত বায়োটেকের কর্ণধার

রীতিমতো চড়া মেজাজে ভারত বায়োটেকের কর্ণধার

এর আগে কোভ্যাক্সিনের উপর প্রশ্ন ওঠায় রীতিমতো চড়া মেজাজে ভারত বায়োটেকের কর্ণধার বলেন, 'দয়া করে আমাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলবেন না৷ আমরা একটি বিশ্বব্যাপী কাজ করা সংস্থা৷ এটা বলা ঠিক না যে আমরা তথ্য গোপন করছি৷ বিভিন্ন দেশে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছি৷ যার মধ্যে ব্রিটেনও রয়েছে৷ বিষয়টা হল, আমরা কেবলমাত্র একটি ভারতীয় কম্পানি না বরং একটি গ্লোবাল কম্পানি৷'

৭০০ মিলিয়ান ডোজ উৎপাদনে সক্ষম ভারত বায়োটেক

৭০০ মিলিয়ান ডোজ উৎপাদনে সক্ষম ভারত বায়োটেক

কৃষ্ণ এল্লা মনে করিয়ে দেন, জিকা ভাইরাস নিয়ে কাজ করার সময় একাধিক জার্নাল প্রকাশ করেছিল ভারত বায়োটেক৷ এবং বিশ্বে সবার আগে জিকা ও চিকুনগুনিয়ার ভ্যাকসিন তৈরিও করেছিল৷ অতএব এটা বলা ঠিক নয়, যে তারা তথ্য প্রকাশে অস্বচ্ছ৷ সংস্থার তরফে কৃষ্ণ এল্লা জানান, ইতিমধ্যে কোভ্যাক্সিনের ৭০০ মিলিয়ান ডোজ উৎপাদনে সক্ষম ভারত বায়োটেক৷

২০০ শতাংশ সৎ ক্লিনিকাল ট্রায়াল

২০০ শতাংশ সৎ ক্লিনিকাল ট্রায়াল

এদিকে সোমবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ এল্লা বলেন, 'আমরা যেমন কাজ করি তাতে করে নেতিবাচক প্রতিক্রিয়া আশা করি না৷' তিনি বলেন, '২০০ শতাংশ সৎ ক্লিনিকাল ট্রায়াল' হয়েছে কোভ্যাক্সিনের৷ মনে করিয়ে দেন, 'অতীতে আমরা সততার সঙ্গে ১৬টি ভ্যাকসিন তৈরি করে সাফল্য পেয়েছি৷ যা সকলের জানা৷'

English summary
Safe like water row between Serum and Bharat Biotech amid controversy regarding Covaxin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X