For Quick Alerts
For Daily Alerts
গডসে ইস্যুতে দ্বিতীয়বার সংসদে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা
নাথুরাম গডসেকে দেশভক্ত বলে সংসদে ঘরে-বাইরে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। আর সেকারণেই কয়েক ঘণ্টার মধ্যে নিজের বক্তব্যের জন্য দ্বিতীয়বার ক্ষমা চেয়ে ফেললেন তিনি।

এসপিজি বিল নিয়ে আলোচনার সময় আমি নাথুরাম গডসেকে দেশভক্ত বলিনি। তার নামও নিইনি। তবে কারও মনে আঘাত করে থাকলে ক্ষমা চাইছি। সংসদে বলেছেন সাধ্বী প্রজ্ঞা।
এর আগেও তিনি একবার সংসদে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, সংসদে বলা আমার কথা বিকৃত করা হয়েছে। দেশের জন্য মহাত্মা গান্ধীর অবদানকে আমি শ্রদ্ধা করি।
এর আগে তাঁর বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন প্রজ্ঞা সিং ঠাকুর। বিজেপি দলের তরফে শুরুতেই তাঁকে ভর্ৎসনা করা হয়েছে। এমনকী সংসদের প্রতিরক্ষা মন্ত্রকের একটি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর ফের একবার তাঁকে ক্ষমা চাইতে হল।