For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় মন্দিরের দাবি নিয়ে যোগীর কাছে দরবার! বেরিয়ে যা বললেন সাধুরা

অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধুদের নেতৃত্বে ছিলেন দিগম্বর আখড়ার মহন্ত সুরেশ দাস।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধুদের নেতৃত্বে ছিলেন দিগম্বর আখড়ার মহন্ত সুরেশ দাস। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে দেরি নিয়ে ইতিমধ্যেই সাধুদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অযোধ্যায় মন্দিরের দাবি নিয়ে যোগীর কাছে দরবার! বেরিয়ে যা বললেন সাধুরা

লখনৌ-এ মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধু-সন্তদের সঙ্গে বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। বৈঠকের পর সাধু-সন্তদের অনেকটাই হাল্কা দেখিয়েছে। সাধুরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন রামমন্দির শীঘ্রই তৈরি শুরু করা হবে।

এছাড়াও, তিনি অযোধ্যা এবং ফৈজাবাদের সব ধরনের উন্নয়নমূলক প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সাধুরা।

বৈঠকে যাওয়ার আগে সাধুরা জানিয়েছিলেন, রামমন্দির তৈরির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যদি না হয়, তাহলে ২০১৯-এ ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন সাধুরা।

অযোধ্যায় মন্দিরের দাবি নিয়ে যোগীর কাছে দরবার! বেরিয়ে যা বললেন সাধুরা

মহন্ত দাস অবশ্য মন্দির নিয়ে বিজেপি সরকারের সঙ্গে তাদের কোনওরকম উত্তক্ত হওয়ার কথা অস্বীকার করেন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তারা এই সরকারকে সমর্থন করেছেন। সেখানে তারা কী ভাবে রেগে যেতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা সফর এড়িয়ে যাচ্ছেন বলেও বৈঠকে তুলে ধরেন সাধুরা।

সাধুদের তরফ থেকে উত্তর প্রদেশ সরকারে কাছে ঘাঘড়া নদীর নাম পরিবর্তন করে সরয়ূ করার দাবিও করা হয়। এই নদী ফৈজাবাদ দিয়ে বয়ে গিয়েছে।

বৈঠকে মহন্ত দাসের সঙ্গে ছিলেন, উদাসীন খাড়ার মহন্ত ভারত দাস এবং অন্যরা। বৈঠকে হাজির ছিলেন বিজেপি বিধায়ক বেদপ্রকাশও।

English summary
Sadhus, saints meet Yogi Adityanath over early construction of Ram Temple at Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X