For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে ‘বিকল্প’ পথের সন্ধানে বিজেপি, কংগ্রেস-জেডিএস জোট সরকারে ‘স্বস্তি’ আপাত

কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট সরকার পতন ঘটানোর চেষ্টার চেয়ে পতনের জন্য অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া।

Google Oneindia Bengali News

কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট সরকার পতন ঘটানোর চেষ্টার চেয়ে পতনের জন্য অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। তিনি বলেন, রাজ্যের সরকার নিজে থেকে পড়ে গেলে কর্ণাটকের একক বৃহত্তম পার্টি হিসেবে বিজেপি পরবর্তী সময়ে বিকল্প পথের সন্ধান পাবে।

উন্নয়নের কোনও বিকল্প নেই

উন্নয়নের কোনও বিকল্প নেই

তাঁর মতে, উন্নয়নের কোনও বিকল্প নেই। মোদী মন্ত্রিসভার কর্ণাটকের মন্ত্রীরা রাষ্ট্রের স্বার্থে কাজ করবে বলে জানান তিনি। আর তাহলেই তাঁরা কর্ণাটকে সরকার গড়ার জায়গায় চলে যাবেন বলে বিশ্বাস গৌড়ার। তিনি বলেন, সে জন্য কংগ্রেস-জেডিএস সরকার যা চায়, তা করতে দেওয়া উচিত কেন্দ্রের।

সরকার ফেলে দেওয়া নয়

সরকার ফেলে দেওয়া নয়

গৌড়ার কথা, আমরা রাষ্ট্রের উন্নয়নের পক্ষে, আমরা এই সরকারকে ফেলে দেওয়ার কোনও চেষ্টা করব না। যদি এই সরকার নিজে থেকে পড়ে যায়, তখন লাভ হবে আমাদেরই। আমরা যাতে সরকার গড়ার বিকল্প পথের সন্ধান পাই, রাজনৈতিকভাবে আমরা সেই কাজই করে চলেছি।

কংগ্রেসের উদ্বেগ বৃদ্ধি

কংগ্রেসের উদ্বেগ বৃদ্ধি

কর্ণাটকের জোট সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে বারবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তা অস্বীকার করে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য কর্ণাটক সরকারের অবস্থানের দিকে না তাকিয়ে শুধু উন্নয়ন করে যাওয়া উচিত। উল্লেখ্য, কর্ণাটকে বিজেপি ২৮টি আসনের মধ্যে ২৫টি আসনে বিজয়ী হয়েছে। বিজেপির এই চমকপ্রদ সাফল্যের পর কংগ্রেসের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।

উন্নয়নের পরিধি বৃদ্ধি বিজেপির

উন্নয়নের পরিধি বৃদ্ধি বিজেপির

কর্ণাটকে সরকার ভেঙে দিতে পারে বিজেপি, এমন আশঙ্কা লোকসভা ফলাফল প্রকাশের পর থেকেই করে আসছিলেন কংগ্রেস ও জেডিএস নেতৃত্ব। কর্ণাটক থেকে চারজন মন্ত্রী হয়েছেন। ফলে তাঁরা রাজ্যের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করবেন। এর ফলে উন্নয়ন করার পরিধি বেড়ে যাবে, তা তাঁদের ভবিষ্যৎকে অনেক সুগম করবে, রাজ্যে ক্ষমতায় ফেরার জন্য।

English summary
Central Minister Sadananda Goura gives alternative way to build government in Karnataka. He seems it should not broken the Congress and JDS government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X