For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট ছাড়ার ইঙ্গিত! বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী গরহাজির এনডিএ বৈঠকে

এনডিএ-র বৈঠকে গরহাজির থাকল বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী শিরোমনি অকালি দল।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে এনডিএ-র বৈঠকে গরহাজির থাকল বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী শিরোমনি অকালি দল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুদ্বারে অতিরিক্ত দখলদারি অকালি দল সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে কৃষক সমস্যা সমাধান নিয়ে কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ অকালি দলের শীর্ষ নেতৃত্ব। কৃষকদের জন্য আলাদা প্যাকেজের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

এনডিএ ছাড়ার ইঙ্গিত! বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী গরহাজির বৈঠকে

অকালি দলের রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র নরেশ গুজরাল জানিয়েছেন, দল এনডিএ-র বৈঠকে যোগ দিতে ইচ্ছুক ছিল। বাজেট সেশনে কী পরিকল্পনা হবে তা বৈঠকে আলোচিত হতো। তবে আরএসএস গুরুদ্বারের পরিচালন নিয়ে এত বেশি মাথা গলাচ্ছে যার প্রতিবাদে বৈঠকে দল অনুপস্থিত থেকে বার্তা দিয়েছে।

গুজরাল বলেছেন, শিখদের ধর্মীয় বিষয়ে আরএসএস নাক না গলালেই ভালো করবে। নানদেদ-এ হজুর সাহিবে আরএসএস যা করেছে তা মানা যায় না।

[আরও পড়ুন:২০১৭-১৮ সালে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হল ৭.২ শতাংশ, রিপোর্ট পেশ কেন্দ্রের ][আরও পড়ুন:২০১৭-১৮ সালে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হল ৭.২ শতাংশ, রিপোর্ট পেশ কেন্দ্রের ]

অকালি দলের অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, তাঁরা আগে থেকেই বৈছকে অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন। অর্থাত এখনই অকালি দলের জোট ছাড়া নিয়ে এনডিএ ভাবতে রাজি নয়। তবে যেভাবে একেরপর এক সঙ্গী বিজেপিকে ছেড়ে বেরিয়ে আসছে তাতে চিন্তা যে নেই তা নিশ্চিত করে বলা যায় না।

[আরও পড়ুন:ডেরেক ও'ব্রায়েনকে নোটিশ, মমতার আপ্ত সহায়কের বাড়ি হানা সিবিআই এর ][আরও পড়ুন:ডেরেক ও'ব্রায়েনকে নোটিশ, মমতার আপ্ত সহায়কের বাড়ি হানা সিবিআই এর ]

[আরও পড়ুন:'কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয়' সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ ][আরও পড়ুন:'কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয়' সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ ]

English summary
SAD skips NDA meeting over RSS interference in gurdwara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X