For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চৌকিদার' মোদীর বিরুদ্ধে প্রার্থী এবার খোদ 'চৌকিদার'! ধুন্ধুমার লড়াই হবে এবার বারাণসীতে

খারাপ খাবার নিয়ে অভিযোগের জেরে বরখাস্ত হওয়া প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব লোকসভা নির্বাচনে লড়তে চান।

  • |
Google Oneindia Bengali News

খারাপ খাবার নিয়ে অভিযোগের জেরে বরখাস্ত হওয়া প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব লোকসভা নির্বাচনে লড়তে চান। তিনি জানিয়েছেন, বিভিন্ন দল তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানালেও, নির্দলীয় হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। প্রার্থী হবেন বারাণসী কেন্দ্রে, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে।

 চৌকিদার মোদীর বিরুদ্ধে প্রার্থী এবার খোদ চৌকিদার! ধুন্ধুমার লড়াই এবার বারাণসীতে

হরিয়ানার রেওয়ারির বাসিন্দা তেজ বাহাদুর যাদব। নিজের প্রচারে বাহিনীতে দুর্নীতির প্রসঙ্গ তিনি তুলবেন বলে জানিয়েছেন তেজ বাহাদুর। তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়াই করে জয় বা হারা উদ্দেশ্য নয়। বাহিনী, বিশেষ করে আধাসামরিক বাহিনী নিয়ে সরকার যে কতটা ব্যর্থ তাই তুলে ধরতে চান তিনি। প্রধানমন্ত্রী মোদী বাহিনীর জওয়ানদের নাম করে ভোট চাইছেন, কিন্তু তাদের জন্য তিনি কিছুই করেননি বলে অভিযোগ তেজ বাহাদুরের। সিআরপিএফ জওয়ান, যাঁরা পুলওয়ামায় জঙ্গি হামলায় মারা গিয়েছেন, তাঁদের শহিদের মর্যাদাও দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

তেজ বাহুদুর যাদবকে ২০১৭-তে বিএসএফ থেকে বহিষ্কার করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বাহিনীকে সরবরাহ করা খাবারের মান নিয়ে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। এরপরেই তাঁকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয। নিজের বরখাস্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানান, তেজ বাহাদুর। সেই আবেদন এখনও ট্রায়াল স্টেজে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর দাবি, এই বরখাস্তের সিদ্ধান্তু পুরোপুরি ভুল ছিল। তার উত্থাপিত দুর্নীতির অভিযোগ, সরকার জবাব দিতে পারত বলেও মন্তব্য করেছেন ওই জওয়ান। তাঁর অভিযোগ সরকারি পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে, সরকারও বাহিনীর দুর্নীতির সঙ্গে জড়িত।

তেজ বাহাদুর যাদব জানিয়েছেন, তিনি শীঘ্রই বারাণসী যাবেন এবং প্রচার শুরু করবেন। বাহিনীর প্রাক্তন জওয়ান এবং কৃষকরা তাঁর সঙ্গী হবেন বলে জানিয়েছেন তেজ বাহাদুর।

English summary
Sacked BSF jawan Tej Bahadur may contest LS polls against PM Modi from Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X