For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেও ইন্টারভিউ দিলেন না সচিনের ছেলে ধোনি

সচিনের ছেলে ধোনি শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছে, প্রাথমিকভাবে সিলেক্টও হয়েছে

  • |
Google Oneindia Bengali News

ছেলের নাম মহেন্দ্র সিং ধোনি, বাবার নাম সচিন তেন্ডুলকর! আবেদনপত্র দেখেই তো থ শিক্ষক নিয়োগের কর্তারা। তাও আবার ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত ওই প্রার্থী কি তবে সত্যিই ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন কুল। যদিও সে রহস্য আর উন্মোচন হয়নি। গোপন থেকে গিয়েছে ধোনির বাবা সচিন তেন্ডুলকরের পরিচয়ও।

শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেও ইন্টারভিউ দিলেন না সচিনের ছেলে ধোনি

মজাদার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। একদিকে যখন ১৪৮৫০ জন শিক্ষকের নিয়োগের বিলম্ব নিয়ে সে রাজ্যে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে, তখন এই ঘটনা কিছুটা হলেও পরিবেশ হালকা করেছে বলা চলে। মোট ১৫ জন প্রার্থীকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। তার মধ্যে এক প্রার্থী নিয়োগকারীদের হতবাক করে দেন। রীতিমতো মাথা চুলকানোর মতো পরিস্থিতি বলতে যা বোঝায়।

আবেদনকারীর নাম দেখেই নড়েচড়ে বসেন ছত্তিশগড়ের শিক্ষক নিয়োগের কর্তারা। যেখানে লেখা রয়েছে কিংবদন্তি এমএস ধোনির নাম। যে আবার ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তা দেখার পরেই সচকিত হয়ে যান প্রত্যেকে। আবেদনপত্র ভালো করে খতিয়ে দেখা শুরু হয়। তা করতে গিয়েই আরও বড় চমকের সম্মুখীন হন নিয়োগ কর্তারা। যেখানে প্রার্থী মহেন্দ্র সিং ধোনির বাবার নামের জায়গায় লেখা রয়েছে সচিন তেন্ডুলকর। তাতে বিস্ময় আরও বেড়ে যায়।

শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করা ওই প্রার্থী কি তবে সত্যিই এমএস ধোনি, এ প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। ইন্টারভিউ টেবিলেই এর প্রমাণ পাওয়া যাবে বলে অপেক্ষায় ছিলেন প্রত্যেকে। যদিও সে রহস্যের উন্মোচন হয়নি। কারণ ইন্টারভিউ টেবিলে টিকিটাও পাওয়া যায়নি প্রাক্তন ভারতীয় অধিনায়কের। তাঁর বাবা সচিন তেন্ডুলকরের পরিচয়ও বা কী, তাও জানা সম্ভব।

ফলে নিছকই মজা করার জন্য কেউ বা কারা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তাই মহেন্দ্র সিং ধোনির নাম নেওয়া ওই আসল ব্যক্তির পরিচয় জানার তোরজের শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

English summary
Sachin Tendullar's son MS Dhoni has applied for the teachers post in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X