For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-উৎসবে মাতোয়ারা কলকাতা, ক্রিকেটপ্রেমীদের চরম উন্মাদনায় শুরু হল সচিনের ১৯৯তম ম্যাচ

Google Oneindia Bengali News

সচিন-উৎসবে মাতোয়ারা কলকাতা, ক্রিকেটপ্রেমীদের চরম উন্মাদনায় শুরু হল সচিনের ১৯৯তম ম্যাচ
কলকাতা, ৬ নভেম্বর : সকাল থেকেই টুইটারে একের পর এক টুইট। ক্রিকেট ঈশ্বরের মহাপ্রস্থানের দিনে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে ফেসবুকের ওয়ালও। তারই মাঝে বুধবার সকালে ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামলেন সচিন রমেশ তেন্ডুলকর। সব কিছু ভুলে জীবনের প্রথম ম্যাচের মতো গুরুত্ব দিয়েই শেষ ম্যাচটি খেলতে নামলেন মহানায়ক। শুধু খেললেনই না বল হাতে একটা উইকেটও তুলে নিলেন সচিন।

দিনটি স্মরণীয় রাখতে সচিনের ছবি খোদাই করা বিশেষ স্বর্ণমুদ্রা দিয়ে টস করা হল

সচিনের সম্মানে এদিন সচিনের ছবি খোদাই করা বিশেষ স্বর্ণমুদ্রা দিয়ে টস করা হয়। টসে জিতে ব্যাট করতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শেষ হওয়ার অপেক্ষায় হয়তো রয়েছেন অধিকাংশ ভারতবাসীই। এদিন খেলা শুরুর আগে ইডেনে সচিনের হাতে স্মারক তুলে দেন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থ৷ ইডেনে জীবনের শেষ টেস্ট খেলছেন সচিন। তাঁকে ঘিরে উন্মাদনা দর্শকদের৷ শেষবারের মতো সচিনের ব্যাটিং-জাদু দুচোখ ভরে দেখতে চাইছে ইডেন। এরপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০ তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন সচিন।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেনকে। সোমবার ইডেন পরিদর্শনে আসেন নগরপাল সুরজিৎ করপুরকায়স্থ। ইডেন টেস্ট দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিস। পরিদর্শনের শেষে ইডেনেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন নগরপাল।ইডেন টেস্টের শেষদিন ফিল্মফেস্টিভ্যালের উদ্বোধন।তার উপর রয়েছে ছটপুজোও। সেই দিনগুলিতে ইডেনে দর্শকদের প্রবেশ ও প্রস্থানের বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিস।

টেস্ট ক্রমপর্যায়ে ২৪তম স্থানে থেকে ২৪ বছরের কেরিয়ারে ইতি টানতে চলেছেন সচিন তেন্ডুলকর। কলকাতা এবং মুম্বই টেস্টে যদি সচিন বড় রান করতে পারেন তাহলে প্রথম কুড়ি জনের মধ্যে তালিকায় অন্তর্ভুক্ত হবে এই কিংবদন্তি ক্রিকেটারের নাম। ১৯৯৪ সালে ব্রায়ান লারাকে টপকে টেস্ট ক্রমপর্যায়ে শীর্ষে উঠেছিলেন সচিন। জুন দুহাজার এগারোতে শেষ বার শীর্ষ স্থানে ছিলেন তিনি। টেস্ট কেরিয়ারে পাঁচ বার সেরার তালিকার চূড়ায় ছিলেন সচিন।

English summary
Sachin fever, his 199th test match started
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X