For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কারণে পণ্ড রাজ্যসভায় সচিনের ভাষণ

বিরোধীদের হট্টগোলের জেরে পণ্ড হয়ে গেল রাজ্যসভায় সচিন তেণ্ডুলকরের প্রথম ভাষণ। সভার শুরুতেই টুজি কেলেঙ্কারির রায় নিয়ে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। শুক্রবার বেলা ১১টা পর্যয়ন্ত মুলতুবি করা হয়।

  • |
Google Oneindia Bengali News

বিরোধীদের হট্টগোলের জেরে পণ্ড হয়ে গেল রাজ্যসভায় সচিন তেণ্ডুলকরের প্রথম ভাষণ। সভার শুরুতেই টুজি কেলেঙ্কারির রায় নিয়ে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। শুক্রবার বেলা ১১টা পর্যয়ন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।

এই কারণে পণ্ড রাজ্যসভায় সচিনের ভাষণ

সংবাদ সংস্থা সূত্রে খবর, খেলার অধিকার এবং ভারতে খেলার ভবিষ্যত নিয়ে বলার কথা ছিল সচিনের। সচিন বিষয়টি নিয়ে বলার জন্য রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে নোটিশও দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী দুই সাংসদের সমর্থনের কথা থাকায় বিজেপি এমপি রণবিজয় সিং জুদেব এবং কংগ্রেসের পিএল পুনিয়া প্রাক্তন এই ক্রিকেটারকে সমর্থনও করেন। দেশে স্পোর্টস এডুকেশন অবস্থা এবং সুবিধা নিয়েও বলার কথা ছিল সচিনের। বলার সময় ছিল বেলা ২ টো নাগাদ।

সচিত তেণ্ডুলকর বলার জন্য উঠে দাঁড়াতেই মনমোহন সিংকে নিয়ে করা মন্তব্যের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে থাকেন। একইভাবে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন সচিন। এই সময় কংগ্রেস সদস্যরা স্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর আবেদনেও কর্ণপাত করেননি বিরোধী কংগ্রেস সাংসদরা।

এদিকে, এদিন সচিনের ভাষণের সময় রাজ্যসভার অধিবেশন পণ্ড হয়ে যাওয়ায় ক্ষিপ্ত রাজ্যসভার অপর সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে সচিন। সেইরকম একজন ব্যক্তিত্বকে বলতে দেওয়া হল না বলে, ঘটনার কড়া সমালোচনা করেন জয়া বচ্চন। কেবলমাত্র রাজনীতিকদের বলার অধিকার আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন এই সাংসদ।

পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার বিতর্কে অংশ নিতে যাচ্ছিলেন সচিন। ২০১২ সালে সচিন তেন্ডুলকর রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে সুযোগ পান। সেই থেকে সংসদে তাঁর উপস্থিতির হার ৮ শতাংশের মতো। বিষয়টি নিয়ে সচিন তেণ্ডুলকরের সমালোচনাও হয়েছে কোনও কোনও মহলে।

এদিনের অধিবেশন যে পণ্ড হতে যাচ্ছে তার ইঙ্গিত ছিল আগে থেকেই। কংগ্রেস আগেই জানিয়েছিল, গুজরাতের নির্বাচনী প্রচারে মনমোহন সিংকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা বক্তব্যের প্রতিবাদ জানাবেন তাঁরা। তবে সংসদ বসার আগেই চলে আসে নতুন ইস্যু। টুজি কেলেঙ্কারি নিয়ে আদালত সব অভিযুক্তকে মুক্ত করে দেয়। মনমোহন সিং সরকারের সময় ওঠা সেই অভিযোগ থেকে সিবিআই আদালত মুক্ত করে দেওয়া হইহট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা।

English summary
Sachin Tendulkar was not allowed to speak in Rajya Sabha. Uproar in Rajya Sabha over PM Modi's remarks on Manmohan Singh during Gujarat election campaign, as MP Sachin Tendulkar gets up to speak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X