For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়াবতীর সঙ্গে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব! রাজস্থান নিয়ে আর যা বললেন সচিন পাইলট

সামনের বিধানসভা নির্বাচনে তার দল কংগ্রেস রাজস্থানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে। সাংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, রাজ্য কংগ্রেস সভাপতি সচিন পাইলট। রাজ্যে যে বিএসপির প্রভাব রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন

  • |
Google Oneindia Bengali News

সামনের বিধানসভা নির্বাচনে তার দল কংগ্রেস রাজস্থানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে। সাংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, রাজ্য কংগ্রেস সভাপতি সচিন পাইলট। রাজ্যে যে বিএসপির প্রভাব রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে মায়াবতীর সঙ্গে জোটের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

মায়াবতীর সঙ্গে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব! রাজস্থান নিয়ে আর যা বললেন সচিন পাইলট

২০১৩ সালে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। অন্যান্যরা পেয়েছে ১৬টি আসন। বিজেপি পেয়েছিল ৪৫ শতাংশ, কংগ্রেস পেয়েছিল ৩৩ শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল ২২ শতাংশ ভোট।

[আরও পড়ুন:মোদীর রাজ্যে কী ফল হতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা][আরও পড়ুন:মোদীর রাজ্যে কী ফল হতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা]

এবিপি নিউজের সমীক্ষায় জানা যাচ্ছে, ২০১৮ সালে এই ভোট শেয়ার উল্টে যেতে পারে। বিজেপি পেতে পারে মাত্র ৩৯ শতাংশ ভোট। কংগ্রেস বেড়ে গিয়ে পেতে পারে ৪৪ শতাংশ ভোট শেয়ার। এছাড়া অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ ভোট শেয়ার।

[আরও পড়ুন: বিহারে আদৌ কি হাল ফিরবে লালুর দলের , কী বলছে এবিপি নিউজের সমীক্ষা][আরও পড়ুন: বিহারে আদৌ কি হাল ফিরবে লালুর দলের , কী বলছে এবিপি নিউজের সমীক্ষা]

সমীক্ষার ফলের পরেই প্রতিক্রিয়া জানান, রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলট। তিনি বলেন, রাজস্থানে মূল লড়াই কংগ্রেস ও বিজেপি। বিএসপি-র কিছু ভোট রয়েছে। বিএসপির সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব। তিনি বলেছেন সমীক্ষায় যে ফলের কথা বলা হচ্ছে, ভোটের আগে তাদের সেই অবস্থার আরও উন্নতি হবে বলেই বিশ্বাস তাঁর।

English summary
Sachin Pilot says, Senior leadership will decide on forming an alliance with Mayawati's party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X