For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে গেহলট-পাইলট সমীকরণ সচিনের বাবার আমল থেকেই! পিতা-পুত্রের রাজনীতির মিল যেন ফিল্মি স্ক্রিপ্ট

কংগ্রেসে গেহলট-পাইলট সমীকরণ সচিনের বাবার আমল থেকেই! পিতা-পুত্রের রাজনীতির মিল যেন ফিল্মি স্ক্রিপ্ট

  • |
Google Oneindia Bengali News

কেউ বলছেন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ দাবি করছেন সচিনের সঙ্গে যোগ রয়েছে গান্ধী পরিবারের। আবার কেউ বলছেন, পাইলট-গান্ধী কোনও বৈঠক হয়নি। আর সচিন ঘনিষ্ঠদের দাবি, নতুন পার্টি তৈরির পথে সচিন পাইলট। এমন অবস্থায় কংগ্রেসের চেনা রাজনৈতিক অঙ্ক আর সচিনের ক্ষোভ মিলিয়ে বহু বছর আগে সচিনের বাবা রাজেশ পাইলটের রাজনৈতিক পরিস্থিতির নানা প্রসঙ্গ রাজনীতির আঙিনায় উঁকি মারছে।

 চক্র সম্পূর্ণ হল!

চক্র সম্পূর্ণ হল!

রাজনৈতিক কেরিয়ারের ১৬ তম বর্ষে রাজেশ পাইলট কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ঠিক একই রকমভাবে ২০০৪ সালে সাংসদ হওয়ার পর ২০২০ সালে বাবার মতো করেই কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে আঙুল তুলেছেন সচিন।

 পিতা-পুত্রের রাজনৈতিক কেরিয়ার

পিতা-পুত্রের রাজনৈতিক কেরিয়ার

দুধওয়ালার ছেলে থেকে প্রতিরক্ষাবিভাগের পাইলট। রাজেশ পাইলট রাজনীতিতি প্রবেশ করেই কংগ্রেস পার্টির ভিতরের গণতন্ত্র রক্ষার জন্য বারবার সরব হয়েছেন। ৪০ বছর মন্ত্রী হয়েছেন, ততদিনে দু'বার লোকসভা ভোট জয় হয়ে গিয়েছে তাঁর। ছেলে সচিনও সেই পন্থায় বিশ্বাসী। তবে বাবা যা ৪০ এ পেয়েছেন , সচিন তা ৩৫ এ পেয়েছেন। আর এই ৩৫ এর মধ্যে এই সমস্ত কিছু অর্জন করার জন্য সচিনের রাজনৈতিক অঙ্ক তাঁর বাবা রাজেশের থেকে একটু আলাদা।

সেবারও হাইকমান্ডকে চাপে রাখেন রাজেশ!

সেবারও হাইকমান্ডকে চাপে রাখেন রাজেশ!

এখন যেভাবে গান্ধী পরিবারের দিকে পরোক্ষে আঙুল তুলেছেন সচিন পাইলট, সেভাবেই এককালে নরসিমহা রাওয়ের বিরুদ্ধে সরব হন রাজেশ পাইলট। বারবার নরসিমহা বিরোধিতা, সেই সময় রহস্যময় ধর্মগুরু চন্দ্রস্বামীর তিহার জেলে বন্দি হওয়া রাজেশকে অনেকেরই চক্ষুশূল করেছিল।

সচিনের কর্মদক্ষতা ও কংগ্রেস

সচিনের কর্মদক্ষতা ও কংগ্রেস

রাজেশ পাইলট বহু সময়েই মুখ ফস্কে বহু মন্তব্য এমন করেছেন যা কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কিন্তু ছেলে সচিন অনেকটাই বুঝে শুনে চলা ব্যক্তিত্ব। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র সচিন নিজের রাজনৈতিক সিঁড়ি পোক্ত করেছেন রাজস্থানের মাটিতে তৃণমূল স্তরে কাজ করে। যার জন্য কংগ্রেস প্রেসিডেন্টের পদে নামাঙ্কণের জন্য মিলিন্দ দেওরা তাঁর নামও প্রস্তাব করেন। ২০১৮ সালে রাজস্থান বিধানসভা ভোট কংগ্রেস পার করতে সমর্থ হয় এই রাজেশপুত্রর জন্য।

 গেহলোট -পাইলট যুদ্ধ ..কিছু পুরনো হিসাব

গেহলোট -পাইলট যুদ্ধ ..কিছু পুরনো হিসাব

রাজস্থানের রাজনীতিত অশোক গেহলট আর সচিনের বাবা রাজেশ পাইলট বহু আগে একসঙ্গে রাজনীতি শুরু করেন।কালের করুণ গ্রাসে রাজেশ পাইলট দুর্ঘটনায় মারা যান। এদিকে, আজ অশোক গেহলোট সেরাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাঁরই বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন সচিন। এই ঘটনা ফিল্মের চিত্রনাট্যের থেতে থেকে কিছু কম নয়। গোটা জীবন ধরে রাজেশ পাইলট কংগ্রেসের ময়দান ছাড়ার হাতছানি পেয়েও তা করেননি। শুধু নিজের দাবি আদায়েরক চেষ্টা করেছেন। এবার পালা ছেলে সচিনের।

লকডাউন খুললেই বিজেপিতে জোয়ার! পাইলটের মতোই ঝুঁকে রয়েছেন তৃণমূল নেতারাওলকডাউন খুললেই বিজেপিতে জোয়ার! পাইলটের মতোই ঝুঁকে রয়েছেন তৃণমূল নেতারাও

English summary
Sachin Pilot's rebellion reminds his father Rajesh and Congress politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X