For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে ঠেকাতে আইনি রাস্তায় কোর্টের দ্বারস্থ সচিন! ফের চড়ছে মরুরাজ্যের রাজনীতির পারদ

  • |
Google Oneindia Bengali News

তাঁর বিরুদ্ধে আনা 'ডিসকোয়ালিফিকেশন' এর পদক্ষেপের বিরুদ্ধে এবার রাজস্থান আদালতে গেলেন সচিন পাইলট। সঙ্গে ১৮ জন বিধায়ককে নিয়ে এবার রাজস্থান আদালতে বিধানসভার স্পিকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধ আইনি লড়াইয়ে নামলেন মরুরাজ্যের তরুণ তু্র্কী নেতা। এদিন তাঁকে জানাো হয় দুপুর ৩ টে নাগা এই মামলার শুনানি হবে। তবে পরে আদালত এই শুনানি মুলতুবি করে দেয়।

সচিন পাইলটের পদক্ষেপ

সচিন পাইলটের পদক্ষেপ

রাজস্থান বিধানসভার তরফে তাঁকে যে ডিসকোয়ালিফিকেশনের নোটিস ধরানো হয়,তার বিরুদ্ধে এবার সোচ্চার হলেন সচিন পাইলট। সবিধানসভা স্পিকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে গিয়ে সচিন পাইলট এবার মামলা দায়ের করলেন রাজস্থান হাইকোর্টে। তাঁর সঙ্গে রয়েছেন রাজস্থান বিধানসভার ১৮ বিধায়রক। আগে শোনা গিয়েছিল , সচিনের পক্ষে রয়েছেন রাজস্থানের ৩০ জন বিধায়ক।

কংগ্রেসের সন্দেহ

কংগ্রেসের সন্দেহ

এদিন সচিন পাইলটকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, যদি সচিন বিজেপিতে যোগ নাই দেন , তাহলে বিজেপি শাসিত হরিয়ানার 'আশ্রয় ' ছেড়ে তিনি আর তাঁর সঙ্গীরা কেন জয়পুর ফিরছেন না? কংগ্রেসের তরফে এমন চ্যালেঞ্জ রাজনীতিতে বড় মোড় ঘোরাতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজেপি কোন পথে

বিজেপি কোন পথে

বিজেপি এই মুহূর্তে 'ওয়েট অ্যান্ড ওয়াচ' নীতিতে নিজের কাজ করছে। রাজস্থানে সরকারের পতন ঘিরে কী পরিস্থিতি হতে চলেছে , তার দিকে নজর দিয় বসে রয়েছে গেরুয়া শিবির। একদিকে, কংগ্রেসের বিদ্রোহী নেতা সচিন পাইলটকে দলে আহ্বান অন্যদিকে, রাজস্থানে নিজের জমি বুঝে এগিয়ে চলা,এই দুই নীতি সঙ্গে নিয়ে গেরুয়া শিবির এগিয়ে যাচ্ছে।

কোনদিকে ঘটনাক্রম?

কোনদিকে ঘটনাক্রম?

সচিন পাইলটকে একাধিকবার কংগ্রেস হাইকমান্ড থেকে নিজের মনের দ্বিধা মেটাবার বার্তা দেওয়া হয়। কিন্তু তিনি তা মানেননি বলে দাবি সুরজেওয়ালাদের। প্রশ্ন উঠছে, বিজেপিও না, কংগ্রেসও না, এমন ভাবধারা নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লন্ডন স্কুল অফ ইকোনামিক্সের ছাত্র সচিন কোন রাজনৈতিক তুরুপের তাস ফেলতে চাইছেন? জল্পনা ভারতীয় রাজনীতিতে।

লাদাখে চিনা আগ্রাসন আদতে ট্রাম্পের জন্য আশীর্বাদ! দাবার খেলায় ভারত এখন আমেরিকার ঘুঁটি? লাদাখে চিনা আগ্রাসন আদতে ট্রাম্পের জন্য আশীর্বাদ! দাবার খেলায় ভারত এখন আমেরিকার ঘুঁটি?

English summary
Sachin Pilot moves Rajasthan HC against disqualification notices, hearing at 3 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X