For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাশুড়ির চড়-থাপ্পড়ের চোটে ঘরছাড়া কনক দূর্গাকে নিয়ে সবরিমালা কাণ্ডে 'সুপ্রিম' নির্দেশ

মহিলা প্রবেশাধিকারের প্রশ্নে ফরে একবার সুপ্রিমকোর্টে আজ রিভিউ পিটিশন নিয়ে শুনানি চলে। এরই মধ্যে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কনক দূর্গার স্বামীর কাছে ফেরার সম্পূর্ণ অধিকার রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহিলা প্রবেশাধিকারের প্রশ্নে ফরে একবার সুপ্রিমকোর্টে আজ রিভিউ পিটিশন নিয়ে শুনানি চলে। এরই মধ্যে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কনক দূর্গার স্বামীর কাছে ফেরার সম্পূর্ণ অধিকার রয়েছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিমকোর্টের রায়ের পর কেরলের সবরিমালা মন্দিরে প্রবেশ করেন কনক দূর্গা। আর ধর্মীয় অনুশাসন না মেনে সবরিমালায় প্রবেশ করার জন্য কনকের শাশুড়ি তাঁকে শ্বশুর বাড়িতে আশ্রয় দেননি বলে দাবি করেন কনক।

সবরিমালা কাণ্ডে শাশুড়ির চড় খেয়ে ঘরছাড়া কনক দূর্গাকে নিয়ে সুপ্রিম নির্দেশ

এদিন সবরিমালা নিয়ে একাধিক রিভিউ পিটিশনের শুনানির সময় সুপ্রিমকোর্ট কনক দূর্গাকে নিয়েও নির্দেশ দেয়। এর আগে সাংসারিক হিংসার অভিযোগ তোলেন কনক। সবরিমালার আয়াপ্পাস্বামী মন্দিরে ধর্মীয় রীতি না মেনে প্রবেশ করায় কনকে মারধর করা হয় শ্বশুরবাড়িতে। পরে তাঁকে সেখান থেকে তাড়িয়েও দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরেই সুপ্রিমকোর্ট যদিও জানিয়ে দেয় সাবরিমালায় মহিলাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আর থাকছে না। তারপরই সেখানে যায় কনক। এদিন আদালত কনককে শ্বশুর বাড়িতে থাকার সমর্থনেই নির্দেশ জারি করে।

এদিকে, কনক ও বিন্দু দুই মহিলা গত ২ জানুয়ারি সবরিমালায় প্রবেশ করেন। তারপর ১ ঘণ্টা মন্দির বন্ধ থাকে চত্বর পবিত্র করার জন্য। সেই সময় এমনই দাবি করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। তবে , এদিন মন্দিরের পুরহিত জানিয়ে দেন মহিলাদের প্রবেশকে তাঁরা অপবিত্রতা বলে সেদিন অখ্যা দেননি। অন্য়ান্য বিভিন্ন অপবিত্রকে নজরে রেখেই মন্দির একণ্টা ধরে বন্ধ রেখে মন্দির চত্বর পবিত্র করার চেষ্টা করা হয়।

English summary
Kanaka Durga, Whose Family Disowned Her After Sabarimala Entry, Has Every Right to Live in Husband’s House.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X