For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমস্তে ট্রাম্প, অনিশ্চয়তার মধ্যেও সেজে উঠেছে সবরমতী আশ্রম

নমস্তে ট্রাম্প, অনিশ্চয়তার মধ্যেও সেজে উঠেছে সবরমতি আশ্রম

  • |
Google Oneindia Bengali News

সেজে উঠেছে গুজরাতের সবরমতী আশ্রম। ঠিক হয়ে রয়েছে, সস্ত্রীক ট্রাম্পকে সেখানে গান্ধীজির ব্যবহার্য জিনিসপত্র দেখানো হবে। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে সবরমতী আশ্রমে যে ট্রাম্প যাবেন, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি বলছেন, শেষ মুহুর্তে সফর সূচি ঠিক করবে হোয়াইট হাউস।

তৈরি আহমেদাবাদ পুলিশ

তৈরি আহমেদাবাদ পুলিশ

নাম প্রকাশে অনিচ্ছুক আহমেদাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তারাও সবরমতী আশ্রমে ট্রাম্পের সফর নিয়ে তৈরি। সূচি অনুযায়ী, সবরমতী আশ্রমে আধঘন্টা সময় কাটানোর কথা রয়েছে ট্রাম্পের। যদি শেষ পর্যন্ত ট্রাম্প সবরমতী আশ্রমে না যান, তাহলে রোড শো ৩০ মিনিট এগিয়ে যাবে।

তৈরি সবরমতী আশ্রম

তৈরি সবরমতী আশ্রম

ইতিমধ্যেই গান্ধী আশ্রমের পরিকাঠামোগত কিছু পরিবর্তন করা হয়েছ। সেখানে একটি পার্কিং স্পেশ তৈরি করা হয়েছে। আশ্রমের পিছনের দিকে একটি প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরকারী শীর্ষ নেতাকে সবরবতী নদীর অংশ দেখাবেন বলে জানা গিয়েছে। সবরমতী আশ্রমে একটি বিশেষ ঘরও তৈরি করা হয়েছে। যেখানে গণ্যমান্য ব্যক্তিরা কিছু সময় কাটাবেন।

সরিয়ে দেওয়া হয়েছে প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হয়েছে প্ল্যাকার্ড

শনিবার নতুন করে রঙের পোচ দেওয়া হয়েছে সবরমতী আশ্রমের বিভিন্ন জায়গায়। আশ্রমের দেওয়ালগুলিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। মেন গেটের বাইরের দুপাশে গান্ধী আশ্রম বাঁচাও সমিতির পোস্টার, প্ল্যাকার্ডও সরিয়ে দেওয়া হয়েছে।

 ট্রাম্পের সফর নিয়ে প্রশ্ন এনসিপির

ট্রাম্পের সফর নিয়ে প্রশ্ন এনসিপির

এনসিপির সাধারণ সম্পাদক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিন বাঘেলা ট্রাম্পের সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন কে ট্রাম্পতে আমন্ত্রণ জানিয়েছেন এবং কেন। নতুন গঠিত ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিবাদন কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্পের সফর তাঁর প্রচারের অংশ কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেছেন, ট্রাম্পের সফরে যে টাকা খরচ করা হচ্ছে, তা সাধারণের।

English summary
Sabarmati Ashram is ready to welcome Donald Trump even uncertainty over visit . CM Vijay Rupani said it would be the decision of the White House.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X