For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের প্রবেশ নিয়ে ধুন্ধুমার সবরিমালায়, চরম হুমকি প্রধান পুরোহিতের

সাবরিমালায় মহিলাদের প্রবেশ নিয়ে ফের ধুন্ধুমার পরিস্থিতি। সুপ্রিমকোর্ট আগেই জানিয়েছিল ,এই মন্দিরে মহিলাদের প্রবেশে আর কোনও নিষেধাজ্ঞা নেই।

  • |
Google Oneindia Bengali News

সাবরিমালায় মহিলাদের প্রবেশ নিয়ে ফের ধুন্ধুমার পরিস্থিতি। সুপ্রিমকোর্ট আগেই জানিয়েছিল ,এই মন্দিরে মহিলাদের প্রবেশে আর কোনও নিষেধাজ্ঞা নেই। তবে তারপরেও এদিন দু'জন মহিলা কেরলের বিখ্যাত সাবরিমালা মন্দিরে প্রবেশ করতে গেলে তাঁদের আটকে দেওয়া হয়। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কেরলে।

মহিলাদের প্রবেশ নিয়ে ধুন্ধুমার সবরিমালায়, চরম হুমকি প্রধান পুরহিতের

সবরিমালা তীর্থস্থানে রয়েছে আয়াপ্পাস্বামীর মন্দির। হিন্দু রীতি অনুযায়ী সেখানে ১০ থেকে ৫০ বয়সী বা ঋতুমতী মহিলাদের প্রবেশ নিষেধ। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় এক মহিলা সংগঠন। ঐতিহাসক রায়ে , সেই নিষেধাজ্ঞা খারিজ করে সুপ্রিমকোর্ট। এরপর এদিন দুজন মহিলা, যাঁদের মধ্য়ে রয়েছেন এক সাংবাদিক, তাঁরা মন্দিরে প্রবেশ করতে চান। কিন্তু তাঁদের বাধা দেয় মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রধান পুরহিত জানিয়ে দেন, যদি মন্দিরে মহিলারা প্রবেশ করেন, তাহলে বন্ধ করে দেওয়া হবে সাবরিমালা মন্দির।

কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এরপরই সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন দুই মহিলা। এমনই জানিয়েছে কেরল পুলিশ। বেশ কিছুদিন ধরেই মন্দিরে মহিলা প্রবেশ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায় কেরলে। মহিলাদের প্রবেশের প্রতিবাদে আয়াপ্পা মন্ত্র পড়ে ধর্না দিতে শুরু করেন সেখানের পুরহিতরাও।

English summary
On day three of the Sabarimala temple opening, devotees continue to throng the hill for completing their pilgrimage to the Ayyappa temple. However, tension remains as women attempt to enter the temple.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X