For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা ইস্যুতে বিক্ষোভের আগুনে জ্বলছে কেরল, গ্রেফতার ২৬৬

দুদিন ধরে ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভে কার্যত আগুন জ্বলছে কেরলে।

  • |
Google Oneindia Bengali News

দুজন পঞ্চাশ বছরের কমবয়সী মহিলা সবরিমালা মন্দিরে ঢুকে লর্ড আয়াপ্পার দর্শন করেন বুধবার ভোররাতে। তারপর থেকেই দুদিন ধরে ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভে কার্যত আগুন জ্বলছে কেরলে। এই ঘটনায় ২৬৬ জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সাবধানতা বশত ৩৩৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সবরিমালা ইস্যুতে বিক্ষোভের আগুনে জ্বলছে কেরল, গ্রেফতার ২৬৬

হিন্দু গোষ্ঠীগুলি কেরল জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে নামলেও উত্তাপ থামছে না।

বুধবার দুজন মহিলা মন্দিরে ঢুকে পড়লে ফের তুমুল হট্টগোল শুরু হয়। বিশৃঙ্খলার জেরে এক আয়াপ্পা ভক্ত আহত হন। গতকাল রাতেই তিনি মারা গিয়েছেন। ডানপন্থী বেশ কয়েকটি সংগঠনের জোট এরপরই কেরলে ১২ ঘণ্টা বনধের ডাক দেয়। আজ সারাদিনে তা নিয়ে চূড়ান্ত হট্টগোল চলেছে রাজ্য জুড়ে।

এলডিএফ সরকারের পুলিশ বিক্ষোভ থামাতে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নামতে চলেছে। প্রয়োজনে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে। বিক্ষোভকারীদের একাংশকে চিহ্নিত করে ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজও করছে প্রশাসন। নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়ও। কেউ বেয়াদপি করলেই পিনারাই বিজয়নের সরকার ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, বুধবার ভোররাতে বিন্দু ও কনকদুর্গা নামে দুই মহিলা আয়াপ্পা মন্দিরে ঢুকে পড়েন ভোর সাড়ে তিনটের সময়। প্রার্থনা করে বেরিয়ে আসেন। যার পরে মন্দির শুদ্ধ করতে বন্ধ রাখা হয়। আয়াপ্পা ভক্তদের কাছে খবর পৌঁছলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়।

English summary
Sabarimala issue : 266 held, 334 taken into preventive custody in 48 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X