For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India-China Border clash: রাহুল গান্ধীর চিন বার্তা নিয়ে পাল্টা কী বললেন জয়শঙ্কর?

India-China Border clash: রাহুল গান্ধীর চিন বার্তা নিয়ে পাল্টা কী বললেন জয়শঙ্কর?

Google Oneindia Bengali News

অরুণাচল সীমান্তে ঘাড়ে শ্বাস ফেলছে চিনা ফৌজ। এরই মাঝে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নিয়ে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, অরুণাচল সীমান্ত অরক্ষিত পড়ে রয়েছে। সেখানে পাহারা দেওয়ার মত কোনও সেনা মোতায়েন ছিল না। যার জন্যই এই পরিণতি। তার পাল্টা জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যেভাবে চিন সীমান্তে ২০২০ সাল থেকে ভারতীয় সেনা তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে তা এর আগে কখনও ঘটেনি।

India-China Border clash: রাহুল গান্ধীর চিন বার্তা নিয়ে পাল্টা কী বললেন জয়শঙ্কর?

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় ফৌজের সঙ্গে চিনা ফৌজের যে সংঘাতের ঘটনা ঘটেছে তা প্রকাশ্যেই আসত না যদি না সেখানে ভারতীয় সেনার নজরদারি চলত। পাল্টা রাহুল গান্ধীকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এলএসিতে ভারতীয় সেনা রাহুল গান্ধীর নির্দেশে যাবে না যাবে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে। কাজেই সেখানে সেনা মোতায়েন রয়েছে কিনা সেটা রাহুল গান্ধীর জানার কথা নয়।

অরুণাচল প্রদেশে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন মোদী সরকারপ তাওয়াং সীমান্তের সংঘর্ষের ঘটনাটা ছোট করে দেখছে। চিন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর মোদী সরকার সেটাকে গুরুত্ব দিতে চাইছে না। চিন যে যুদ্ধের প্রস্তুুতি নিতে শুরু করে দিয়েছে সেই সত্যিটা স্বীকার করতে চাইছে না মোদী সরকার।

গত ১০ দিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় সেনা। চিনা ফৌজ সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ গড়ে তোল ভারতীয় সেনা। তারপর থেকে তাওয়াং সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। বায়ুসেনার বিমান টহল দিচ্ছে আকাশে। তাওয়াংকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে মোতায়েন জওয়ানদের জন্য আলাদা করে খাবার, পানীয় এবং পোশাক পাঠানো হয়েছে। আশপাশের বায়ুসেনা ঘাঁটিগুলিকে সতর্ক করা হচ্ছে। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।

চিন থেকে ফান্ডিং পাচ্ছে জয়শঙ্করের ছেলে, বিদেশমন্ত্রীকে তীব্র নিশানা কংগ্রেস নেতারচিন থেকে ফান্ডিং পাচ্ছে জয়শঙ্করের ছেলে, বিদেশমন্ত্রীকে তীব্র নিশানা কংগ্রেস নেতার

English summary
S Jaishankar Target Rahul Gandhi over India-China Border clash remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X