For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনরায় খুলল রায়ান ইন্টারন্যাশনাল, তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় নিহত প্রদ্যুম্নের পরিবার

রায়ান ইন্টারন্যাশনাল স্কুল পুনরায় খোলায় তথ্য-প্রমাণ লোপাটের আশঙ্কায় নিহত প্রদ্যুম্ন ঠাকুরের বাবা । আগামী তিন মাস স্কুল পরিচালনার দায়িত্ব থাকছে গুরুগ্রাম জেলা প্রশাসনের হাতেই।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে খুলে গেল গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল। তবে আগামী তিন মাস স্কুল পরিচালনার দায়িত্ব থাকছে গুরুগ্রাম জেলা প্রশাসনের হাতেই। তবে স্কুল পুনরায় খোলায় খুশি নন নিহত ছাত্র প্রদ্যুম্নের বাবা বরুণ ঠাকুর। স্কুলটি খুলে যাওয়ায় তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।

[আরও পড়ুন: রায়ান স্কুলের মামলা অন্যত্র সরানোর আর্জি নিয়ে কি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: রায়ান স্কুলের মামলা অন্যত্র সরানোর আর্জি নিয়ে কি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট]

পুনরায় খুলল রায়ান ইন্টারন্য়াশনাল, তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় নিহত প্রদ্যুম্নের পরিবার

রবিবারই তিনি জানেন, পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টির সমাধান না করেই স্কুল খুলে যাওয়ায় বিপদ থেকেই যাচ্ছে। সিবিআই তদন্তভার গ্রহণ করা পর্যন্ত তিনি চাইছিলেন যে স্কুল বন্ধই থাকুক। তবে অন্যান্য পড়ুয়াদের পঠন-পাঠন যাতে সুষ্ঠুভাবে চলে সেকারণেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবারই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুনরায় খুলল রায়ান ইন্টারন্য়াশনাল, তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় নিহত প্রদ্যুম্নের পরিবার

গত শনিবারই নিহত ছাত্রের বাড়িতে যান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তিনি বলেন, পুলিশের তদন্ত সন্তোষজনক হলেও এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন তিনি। এদিকে মঙ্গলবারের মধ্যেই এই মামলার চার্জশিট জমা দেওয়ার কথা ছিল পুলিশের। তবে এখন সিবিআই-র হাতে তদন্তভার তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হলে চার্জশিট জমা পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

English summary
Ryan students's father apprehends of evidence tampering, Ryan International school reopens today, district administration took charge of school for three months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X