For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের গোয়েন্দা বিভাগে নিযুক্ত হন পুতিনের প্রাক্তন বান্ধবী! সংসদ হানার সঙ্গে কোন ঘটনার যোগের উল্লেখ

ভারতের গোয়েন্দা বিভাগে নিযুক্ত হন পুতিনের প্রাক্তন বান্ধবী! সংসদ হানার সঙ্গে ঘটনার যোগ কোথায়

  • |
Google Oneindia Bengali News

ঘটনা আশির দশকের। যখন বিশ্বের চেহারা উন্নয়নশীল দেশগুলির হাত ধরে পাল্টাতে শুরু করেছে। রাশিয়ার গুপ্তচরবিভাগ কেজিবি তখন দাপুটে পা রাখছে বিশ্বের বিভিন্ন জায়গায়। সেই সময় ভারতীয় গোয়েন্দা বিভাগ 'র' এক মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছিল সকলের অলক্ষ্যে। এমনই দাবি সাংবাদিক যতীশ যাদবের লেখা ' হিস্ট্রি কোভার্ট অপারেশনস' এ হাড়হিমকরা একাধিক কাহিনী উঠে এসেছে। তারমধ্যে নজর কেড়েছে এর রাশিয়ার গুপ্তচরের কাহিনী।

বইতে কী লেখা রয়েছে?

বইতে কী লেখা রয়েছে?

যাদবের লেখা বইতে অশোক খুরানা নামের এক ব্যক্তির উল্লেখ রয়েছে। এই অশোক খুরানা আসলে কোনও ভারতীয় গুপ্তচরের 'কোড নেম'। সেই গুপ্তচরের বক্তব্য অনুযায়ী, ১৯৮০ সালের আশপাশে ভারত ২ জন তাবড় রাশিয়ার এজেন্টকে কাজি লাগিয়েছিল। যাঁদের মধ্যে একজন তৎকালীন সোভিয়েতের বিদেশমন্ত্রী মিখাইল গরবাচভ যিনি পরবর্তীকালে জর্জিয়ার প্রেসিডেন্ট হন, তাঁর ঘনিষ্ঠ। অন্যজন বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রাক্তন বান্ধবী ছিলেন।

ভারত কী জানতে পেরেছিল?

ভারত কী জানতে পেরেছিল?

অশোক খুরানা ( 'কোড নেম')র হাত ধরে রাশিয়ার একাধিক তাবড় রাজনৈতিক নেতার ঘনিষ্ঠদের ভারতীয় গোয়েন্দাবিভাগ কাজে লাগাতে থাকে। আর তার হাত ধরেই ভারতে আসে গুরুত্বপূর্ণ খবর। পাকিস্তান ও চিনকে রাশিয়া কোন চোখে দেখছে, জার্মানির সঙ্গে রাশিয়া কোন নীতিতে এগোচ্ছে সমস্ত খবর ভারতের হাত সহজ পথে চলে আসতে থাকে সেই সময়। দাবি করছে বইটি।

সরাসরি নাম নেই পুতিনের ... তবে!

সরাসরি নাম নেই পুতিনের ... তবে!

বইতে জনৈক অ্যালেক্সির নাম উল্লেখ রয়েছে। যিনি সেই সময় আন্তাস্তশিয়া কোর্কিয়ার বয়ফ্রেন্ড ছিলেন বলে খবর। আন্তাস্তশিয়া কোর্কিয়া তখন ভারতের হয়ে কার্যত এজেন্ট হয়ে যান।

অন্যদিকে কী ঘটতে থাকে?

অন্যদিকে কী ঘটতে থাকে?

অন্যদিকে ,অ্যালেক্সি
রাশিয়ার গুপ্তচর বিভাগ এফএসবিতে তিনি দোর্দণ্ডপ্রধান ব্যক্তিত্ব হয়ে উঠতে থাকেন। এই অ্যালেক্সিয়ার পরে রাশিয়ার শাসনভার সমলাতে শুরু করেন বলে দাবি বইতে। আর এই শাসনকালের সময়সীমা ১৯৯৯ থেকে ২০০০ এর মধ্যে উল্লিখিত রয়েছে। প্রসঙ্গত এই শাসনকালের সঙ্গে পুতিনের রাজনৈতিক কাল মিলে যায়!

এড়ানো যেত ২০০১ সালে ভারতের সংসদে হামলা !

এড়ানো যেত ২০০১ সালে ভারতের সংসদে হামলা !

রাশিয়ার গর্বাচভের সঙ্গে ১৯৮৮ সালে ঘনিষ্ঠতা ছিল জনৈক আলেকজান্দ্রের। যে আলেকজান্দ্রে তাবড় রাশিয়ার নেতাদের সঙ্গে ওঠা বসা করতেন বলে দাবি করেছে বইটি। এককালে আলেকজান্দ্রে ওআন্তাস্তশিয়া কোর্কিয়া একযোগে ভারতে বহু তথ্য সরবরাহ করেছে বলে দাবি বইয়ের। তাঁর সঙ্গে ২০০১ সালের ডিসেম্বরের পরের দিকে শোক খুরানা (কোজ নেম) নামক গুপ্তচরের দেখা হয় জার্মানিতে। সেখানে নাকি আলেকজান্দ্রে জানিয়েছিলেন , অশোক খুনারা রাশিয়ায় আরও বেশিদিন কাজ করলে সম্ভবত ২০০১ সালের 'ঘটনা'কে ভারত এড়িয়ে যেতে পারত। দাবি করেছে বইটি। প্রসঙ্গত, ২০০১ সালে রক্তাক্ত সংসদ হামলার ঘটনা ঘটে যায় দিল্লির বুকে।

ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করা পাকিস্তানের বিদেশমন্ত্রীর গদি টলতে শুরু করেছে! কী ঘটছে ইসলামাবাদেভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করা পাকিস্তানের বিদেশমন্ত্রীর গদি টলতে শুরু করেছে! কী ঘটছে ইসলামাবাদে

English summary
Russian president Vladimir Putin's ex girlfriend was recruited by RAW claims book
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X