For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার

  • |
Google Oneindia Bengali News

মহাকাশে মানুষ পাঠানোর জন্য এবার ৪ ভারতীয় বায়ু-সেনা আধিকারিক প্রশিক্ষণ দেবে রাশিয়া। ইসরো প্রধান কে সিভান বুধবার ঘোষণা করেন ২০২০ সালে গগণযান ও চন্দ্রযান ৩ মিশনের জন্য ভারতীয় বায়ু-সেনার চার আধিকারিককে প্রশিক্ষণ দেবে রাশিয়া।

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার


মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে প্রথম ভারতীয় অভিযানের জন্য মোট ১২ জনকে বেছে নিয়েছিল ইসরো। সেখান থেকেই অবশেষে চার জনকে বেছে নেয় রাশিয়া। সূত্রের খবর, আগামীতে এই চারজনকেই মহাকাশ যাত্রার জন্য প্রশিক্ষণ দেবে দিতে চলেছে তারা।

গগণযান মিশন সম্পূর্ণ হলে ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ যারা মহাকাশে মানুষ পাঠিয়েছে। এর আগে আমেরিকা, রাশিয়া ও চিন এই সাফল্য অর্জন করেছে।

ইসরোর সদর দফতরে সংবাদ সম্মেলনে শিবান বলেন, এই চার জন নভশ্চরকে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই প্রশিক্ষণ দেবে রাশিয়া। যদিও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি বলেই জানা যাচ্ছে। এর আগে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকোমস-এর ডিরেক্টর দিমিত্রি রোগোজিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেই চার জন মহাকাশচারীকে বেছে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানা যাচ্ছে।

বর্ষশুরু পরিষ্কার আকাশে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টির ভ্রুকুটি শীতের বাংলায়বর্ষশুরু পরিষ্কার আকাশে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টির ভ্রুকুটি শীতের বাংলায়

English summary
russia will train four officers of the indian air force for space travel this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X