For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ হলে ভারতে দাম বাড়বে জ্বালানি গ্যাস সহ বেশ কিছু জিনিসের, রইল তালিকা

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ হলে ভারতে দাম বাড়বে জ্বালানি গ্যাস সহ বেশ কিছু জিনিসের, রইল তালিকা

  • |
Google Oneindia Bengali News

অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা হয়নি কিন্তু রাশিয়ার রনংদেহী মনোভাব, পূর্ব ইউক্রেন থেকে বিভিন্ন অঞ্চলকে স্বাধীন করে দেওয়ার বিষয়গুলি যুদ্ধের আশঙ্কাকে জিইয়ে রাখছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি কোথাও ভারত নেই! কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বের দুটি শক্তিধর দেশ যুদ্ধ শুরু করলে ভারতে দ্রব্যমূল্যের উপর কী প্রভাব পড়তে পারে। ওয়ানইন্ডিয়াবাংলার পাঠকদের জন্য সে নিয়ে বিশদ আলোচনা!

অপরিশোধিত তেল!

অপরিশোধিত তেল!

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে গম পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম অদূর ভবিষ্যতে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়াতেই ইতিমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬.৭ ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বর ২০১৪ থেকে সর্বোচ্চ। রাশিয়া বিশ্বে অপরিশোধিত তেলের অন্যতম বড় উৎপাদনকারী। যুদ্ধের ছায়া ঘনাতেই দাম বেড়েছে অপরিশোধিত তেলের৷ বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে দাম প্রতি ব্যারেল ১০০ ডলারেরও বেশি হতে পারে! অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী জিডিপিতে প্রভাব পড়বে বল৯ মনে।করছেন বিশেষজ্ঞরা। জেপি মরগানের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলার বাড়লে বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি ০.৯ শতাংশ কমবে৷ ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধির ফলে ভারতের ডব্লিউপিআইএর মূল্যস্ফীতি প্রায় ০.৯ শতাংশ বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সঙ্গেই দেশে বাড়তে পরিবহন খরচ এবং জ্বালানি তেলের অনুসারী দ্রব্যগুলির দাম!

প্রাকৃতিক গ্যাস!

প্রাকৃতিক গ্যাস!

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হলে দেশীয় প্রাকৃতিক গ্যাসের (সিএনজি, পিএনজি, বিদ্যুৎ) দাম দশগুণ বাড়তে পারে। কসরণ ক্রুড ওয়েলের পাশাপাশি বিশ্বে প্রাকৃতিক গ্যাসেরও বড় অংশদারীত্ব রয়েছে রাশিয়ার কাছে৷

ভারতে দাম বাড়বে পেট্রোল ডিজেল কেরোসিনের !

ভারতে দাম বাড়বে পেট্রোল ডিজেল কেরোসিনের !

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে দেশে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকি বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। অতীতে, অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কয়েকবার বেড়েছে৷ ২০২১ সালে জ্বালানির দামের ক্ষেত্রে রেকর্ড বৃদ্ধি দেখেছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া-ইউক্রেন সংকট অব্যাহত থাকলে ভারতে আবারও পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। কারণ ভারতের মোট আমদানির প্রায় ২৫ শতাংশই তেল। ভারত তার তেলের চাহিদার ৮০ শতাংশের বেশি আমদানি করে। তেলের দাম বৃদ্ধি চলতি অ্যাকাউন্টের ঘাটতিকে প্রভাবিত করবে।

দেশে বাড়তে পারে গমের দাম!

দেশে বাড়তে পারে গমের দাম!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ভারতে গমের দামও বাড়তে পারে। তবে সেটা তখনই হবে যদি কৃষ্ণ সাগর অঞ্চল থেকে শস্য পরিবহনে কোনো বাধা আসে। যদিও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারতে জ্বালানী এবং খাদ্য মূল্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত রাশিয়া বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক এবং ইউক্রেন চতুর্থ বৃহত্তম গম রপ্তানিকারক। গমের মোট বৈশ্বিক রপ্তানির প্রায় এক-চতুর্থাংশই পূরণ করে এই দেশ দুটি।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল জো বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্রইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল জো বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্র

English summary
Russia-Ukraine war will push up prices in India for a number of items, including natural gas, here is a list for the readers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X