For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, দেশে ফিরে স্বস্তি শিক্ষার্থীদের

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, দেশে ফিরে স্বস্তি শিক্ষার্থীদের

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া ও ইউক্রেন সংঘাত এখনও অব্যাহত। ভারতীয় অভিভাবকরা কষ্টের সঙ্গে দিন গুনছে কবে তাঁর সন্তানরা ফিরে আসবে। বিশেষ বিমানের ইউক্রেন থেকে অনেক ভারত পড়ুয়া দেশে ফিরেছে। আজ তাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন তিনি। তাঁরা যুদ্ধের সময় অভিশপ্ত ভয়াবহ অভিজ্ঞতার কথার জানালেন প্রধানমন্ত্রীকে। বারাণসী ছাড়াও অনেক পড়ুয়া উত্তরপ্রদেশের বিভিন্ন অংশের বাসিন্দা।

মোদীকে কী বললেন পড়ুয়ারা

মোদীকে কী বললেন পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিধানসভার নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তাঁর সংসদীয় নির্বাচনী এলাকার বারাণসীতে রয়েছেন। আজ ষষ্ঠদফার ভোট ছিল, ৭ তারিখ সপ্তম দফার ভোট, শেষ ভোট। তারই প্রচারে ব্যস্ত ছিলেন মোদী। আর বারাণসীতেই দেখা করলেন ছাত্র ছাত্রীদের সঙ্গে। প্রধানমন্ত্রী পড়ুয়াদের কথা বলার সময় আগের সরকারগুলোকে দোষ দিয়েছেন। তিনি বলেছেন ভারতীয় পড়ুয়াদের চিকিৎসা বিষয় পড়ার জন্য বিদেশে যেতে হত না। যদি আগে থেকে দেশে এরকম পড়ার সুব্যবস্থা থাকতো। তিনি আরও বলেন প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করার জন্য সরকার কাজ করছে। ৭০ বছর আগে থেকে বর্তমানে ১০ বছরে আরও বেশি চিকিৎসক তৈরি হবে দেশে।

অভিভাবকদের ক্ষোভকে সম্বোধন প্রধানমন্ত্রীর

অভিভাবকদের ক্ষোভকে সম্বোধন প্রধানমন্ত্রীর

এই যুদ্ধ নিয়ে আগে অনেক ছাত্র ও অভিভাবকরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের এই অসন্তোষকে প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন। কারণ ইউক্রেনে কষ্টের সম্মুখীন হয়েছে যে সকল মানুষ তাঁদের ক্ষুব্ধ হওয়াকে তিনি স্বাভাবিক বলে মনে করেন।

বিদেশমন্ত্রক কী জানালেন

বিদেশমন্ত্রক কী জানালেন

বৃহস্পতিবার বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৩ হাজারেরও বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং এখনও আরও পড়ুয়াদের ফিরিয়ে আনা চেষ্টা চলছে।

 মুখপাত্র অরিন্দম বাগচী কী জানালেন

মুখপাত্র অরিন্দম বাগচী কী জানালেন

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, সে সকল ভারতীয় এবং পড়ুয়ারা ইউক্রেনে এখনও আটকে আছে তাঁদের দু থেকে তিন দিনের মধ্যে বিশেষ বিমানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

 স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের

স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের

২০ হাজার আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৬ হাজার জনকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে আকাশ পথ বন্ধ করে দিয়েছে । ভারত তার প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়ার স্থল রুটে মাধ্যমে সরিয়ে নিয়ে যাচ্ছে। দেশে ফিরে স্বস্তি পাচ্ছে পড়ুয়ারা। ভারত সরকার-সহ প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। দেশে ফিরে ভারতীয় পড়ুয়ারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

English summary
Prime Minister Narendra Modi spoke to indian students, return from Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X